সেপ্টেম্বর ০৭, ২০২৩ ২০:০৯ Asia/Dhaka
  • ফয়সাল আল-মিকদাদ
    ফয়সাল আল-মিকদাদ

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ বিভিন্ন আরব দেশের ওপর পাশ্চাত্যের ইচ্ছা চাপিয়ে দেয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি পশ্চিমাদের পক্ষ থেকে আরব বিশ্ব যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে, ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।

গতকাল (বুধবার) মিশরের রাজধানীর কায়রোয় আরব লীগের মন্ত্রী পর্যায়ের ১৬০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফয়সাল আল-মিকদাদ এসব কথা বলেন। তিনি বলেন, কয়েকটি আরব দেশ যেসব পশ্চিমা চ্যালেঞ্জ মোকাবেলা করছে তা সামগ্রিকভাবে আরব বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, সামরিক হামলা, বিদেশি দখলদারিত্ব, সন্ত্রাসবাদের বিস্তার, দারিদ্র্য এবং উন্নয়ন সূচক কমে যাওয়াসহ নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করছে আরব বিশ্ব।

আরব দেশগুলোর দুর্বল প্রতিরোধ ব্যবস্থার কারণেই এই সমস্ত চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব চ্যালেঞ্জ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার প্রয়োজনীয়তা অনুভব করাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আরব লীগের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/৭

 

ট্যাগ