কুর্দিস্তান থেকে ইরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে বহিষ্কার করা হবে: ইরাক
(last modified Wed, 13 Sep 2023 03:41:49 GMT )
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ০৯:৪১ Asia/Dhaka
  • কুর্দিস্তান থেকে ইরান-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে বহিষ্কার করা হবে: ইরাক

ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকে ইরান-বিরোধী সন্ত্রাসীদের বহিষ্কার করার ব্যাপারে ইরানের সঙ্গে যে চুক্তি রয়েছে তা যথাসময়ে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন।

গতকাল (মঙ্গলবার) ইরাকের রাজধানী বাগদাদ সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন ফুয়াদ হোসেন।

তিনি বলেন, “আমরা ইরাক-ইরান সীমান্ত এলাকা থেকে সশস্ত্র গ্রুপগুলোকে সরিয়ে নেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। বিষয়টি নিয়ে তেহরানের উদ্বেগ দূর করার জন্য আমি শিগগিরই ইরান সফর করব।”

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের ভূমি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোকে ইরাকের সংবিধানে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে ইরাকের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার বিষয়টিও বাগদাদ মেনে নিতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তেহরান-বাগদাদ সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী ও গভীর আখ্যায়িত করে বলেন, এই সম্পর্ক দ্বিপক্ষীয় মতপার্থক্য সহিংসতার মাধ্যমে নিরসনের অনুমতি দেয় না।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।