সৌদি আরবের সঙ্গে যুদ্ধ অবসানের আশা করছে ইয়েমেনের আনসারুল্লাহ
(last modified Wed, 20 Sep 2023 08:03:59 GMT )
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১৪:০৩ Asia/Dhaka
  • ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য আলী আল-কুম।
    ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধ আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য আলী আল-কুম।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন আশাবাদ ব্যক্ত করে বলেছে, সৌদি আরবের সঙ্গে যে আলোচনা চলছে তাতে যুদ্ধ বন্ধের সম্ভাবনা রয়েছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে।

সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য আলি আল-কাহুম লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে গতকাল (মঙ্গলবার) বলেছেন, সৌদি আরবের সঙ্গে আলোচনা অত্যন্ত গুরুতর এবং ইতিবাচক ছিল। ফলে এই যুদ্ধ অবসানের পথে যে সমস্ত বাধা এবং জটিলতা আছে তা দূর হওয়ার একটা আশা রয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর মধ্যস্থতাকারী ওমানের কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতারা যুদ্ধবিরতির আলোচনার জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে যান এবং পাঁচ দিনের আলোচনার পর তারা ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে পরামর্শ করার জন্য ইয়েমেনে ফিরে এসেছেন। প্রয়োজনীয় পরামর্শ শেষে প্রতিনিধি দলটি আবার রিয়াদ যাবে বলে কথা রয়েছে। 
সম্প্রতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক ভুল বোঝাবুঝি ও দূরত্বের অবসান ঘটিয়ে সম্পর্ক জোরদারের একটি ধারা তৈরি হয়েছে। এর অংশ হিসেবে ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে শান্তি আলোচনা চলছে। আশা করা যায় চূড়ান্ত পর্যায়ে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।#


পার্সটুডে/এসআইবি/২০

ট্যাগ