নূর শামস শরণার্থী শিবিরে ইহুদিবাদী হামলা: ২ ফিলিস্তিনি শহীদ
জর্ডান নদীর পশ্চিম তীরের তুলকারম শরণার্থী শিবিরে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা শাহাব এই খবর দিয়ে লিখেছে নূর শামস শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের হামলায় ২ ফিলিস্তিনি যুবক শহীদ হয়।
পশ্চিম তীরের তুলকারামের ওই শিবিরে নিহত ২ যুবকের নাম আব্দুর রাহমান সোলাইমান এবং আসিদ জাবআবি। ইহুদিবাদী সৈন্যরা তুলকারামের নুর শামস শরণার্থী শিবিরে হামলায় এনার্জা অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করেছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইসরাইলি বুলডোজারের সহায়তায় অসংখ্য সামরিক যান তুলকারাম শহরের বিভিন্ন দিক থেকে হামলা চালিয়ে নূর শামস শরণার্থী শিবিরে পৌঁছে শিবিরকে অবরোধ করে ফেলে।
অপরদিকে প্রতিরোধ বাহিনী বিস্ফোরক প্যাকেজ দিয়ে হানাদার ইসরাইলি সেনাদের বুলডোজারে হামলা চালায়। তুলকারম শাখার আল-কাসসাম ব্রিগেডও এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মুজাহিদরা প্রতিরোধ গোষ্ঠীর অন্যান্য ভাইদের সাথে নুর শামস ক্যাম্পে ইসরাইলি সেনাদের সঙ্গে সশস্ত্র সংঘাতে অংশ নিয়েছে।
ইহুদিবাদী বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি যুবকের শহীদ হওয়ার ঘটনায় তুলকারাম শহরে কার্যত শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে বসবাসকারী একদল উগ্র ইহুদিবাদী আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।#
পার্সটুডে/এনএম/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।