সৌদি-ইয়েমেন শান্তি আলোচনায় বাধা দিতে চাইছে সংযুক্ত আরব আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i128638-সৌদি_ইয়েমেন_শান্তি_আলোচনায়_বাধা_দিতে_চাইছে_সংযুক্ত_আরব_আমিরাত
সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এবং ইয়েমেনের মধ্যকার যুদ্ধ অবসানের জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সৌদি সরকারের যে আলোচনা চলছে তাতে বাধা দিতে চাইছে সংযুক্ত আরব আমিরাত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১৯:২২ Asia/Dhaka
  • সৌদি-ইয়েমেন শান্তি আলোচনায় বাধা দিতে চাইছে সংযুক্ত আরব আমিরাত

সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট এবং ইয়েমেনের মধ্যকার যুদ্ধ অবসানের জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সৌদি সরকারের যে আলোচনা চলছে তাতে বাধা দিতে চাইছে সংযুক্ত আরব আমিরাত।

সানাভিত্তিক ন্যাশনাল সালভেশন সরকারের একটি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল আখবার পত্রিকা গতকাল (মঙ্গলবার) এই খবর দিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, আবুধাবি শান্তি আলোচনায় প্রতিবন্ধকতা তৈরি করতে চায় কারণ শত্রুতা বন্ধ করলে দক্ষিণ ইয়েমেনে তার ভূমিকা শেষ হয়ে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, "সংযুক্ত আরব আমিরাত বারবার চেষ্টা চালিয়ে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে মরিয়া। সানা এবং রিয়াদের মধ্যে গত সপ্তাহে অনুষ্ঠিত আলোচনায় দুর্দান্ত অগ্রগতি হয়েছে। সেই আলোচনায় অংশ নিতে চায় আবুধাবি।" 
রিপোর্ট মূলত সৌদি-ইয়েমেন শান্তি আলোচনাকে ইঙ্গিত করেছে যা দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসিকে বাদ দিয়ে হয়েছে। এসটিসি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত জঙ্গি গোষ্ঠী যারা দক্ষিণ ইয়েমেনকে বাকি অংশ থেকে আলাদা করতে চায়।
রিপোর্টে বলা হয়েছে, আনসারুল্লাহ শুধুমাত্র "জোট নেতার সাথে" আলোচনা করবে। আরব জোটের নেতা হচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত নয়।#
পার্সটুডে/এসআইবি/২৭