নিহত ইসরাইলি পর্যটকের সংখ্যা তিন বা ছয়জনও হতে পারে
মিশরে পুলিশের গুলিতে অন্তত দুই ইসরাইলি পর্যটক নিহত
মিশরের অ্যালেক্সান্দ্রিয়া(ইসকান্দারিয়া)শহরে একজন পুলিশের গুলিতে অন্তত দু'জন ইসরাইলি পর্যটক নিহত হয়েছে।
মিশরের সংবাদ-সূত্রগুলো জানিয়েছে, ওই পুলিশ পর্যটকবাহী একটি বাসে গুলি বর্ষণ করলে ওইসব ইসরাইলি পর্যটকরা নিহত হয়। কোনো কোনো সূত্র নিহত ইসরাইলি পর্যটকের সংখ্যা তিন ও এমনকি ছয় জন বলেও উল্লেখ করেছে। হামলাকারী ওই পুলিশকে গ্রেফতার করা হয়েছে।
ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইলে সংগ্রামী ফিলিস্তিনিদের হামলা শুরু হওয়ার পর এই ঘটনা ঘটল।
বেশ কিছুকাল আগে মিশরের একজন যুবক সেনা সিনাই সীমান্তে গুলি চালিয়ে কয়েকজন ইসরাইলিকে হত্যা করেছিলেন এবং ব্যক্তিগত ওই অভিযান চালাতে গিয়ে মিশরের ওই সেনা ইসরাইলি সেনাদের পাল্টা হামলায় শহীদ হন।
অন্য এক সূত্রে জানা গেছে জর্দান সীমান্তের দিক থেকেও ইসরাইলি সেনা অবস্থানকে টার্গেট করে মর্টারের গোলা বর্ষিত হয়েছে।
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি দমন-পীড়ন, হত্যাযজ্ঞ ও মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে বার বার ইসরাইলি অবমাননাকর পদক্ষেপের জবাবে গতকাল হামাস ও ইসলামী জিহাদসহ সংগ্রামী ফিলিস্তিনি দলগুলো ইসরাইলি অবস্থানগুলোতে হামলা শুরু করেছে। #
পার্সটুডে/এমএএইচ/ ০৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।