হামলার মধ্যে বন্দী মুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i129182-হামলার_মধ্যে_বন্দী_মুক্তি_নিয়ে_কোনো_আলোচনা_হবে_না
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলা চলাকালীন দখলদারদের সঙ্গে বন্দী মুক্তির ব্যাপারে কোনো আলোচনা হবে না।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১০, ২০২৩ ১২:৫৮ Asia/Dhaka
  • হামলার মধ্যে বন্দী মুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের হামলা চলাকালীন দখলদারদের সঙ্গে বন্দী মুক্তির ব্যাপারে কোনো আলোচনা হবে না।

একই সাথে তিনি বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে হামাসের যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে।গতকাল (সোমবার) রাতে এক রেকর্ড করা বার্তায় কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এ ঘোষণা দেন।

তিনি বলেন, দখলদার ইসরাইল যদি গাজা উপত্যকায় হামলা চালিয়ে বন্দিদের মুক্ত করার চেষ্টা করে তাহলে ইসরাইলকে চড়ামূল্য দিতে হবে। এছাড়া, বন্দী বিনিময় করতে গেলেও তাদেরকে উচ্চমূল্য দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি বন্দি মুক্তির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসু বলে উল্লেখ করেন। 

আবু উবায়দা জানান, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে বিভিন্ন ফ্রন্ট থেকে উল্লেখযোগ্য সংখ্যক ইহুদিবাদী সেনাকে বন্দি করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে গাজায় হামাসের ঘাঁটিগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা অসম সহসিকতা এবং দৃঢ় মনোবল নিয়ে অভিযান শুরু করেছে এবং এর পরিণতি কী হতে পারে সেটা জেনেই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন, এই অভিযানের পরিপ্রেক্ষিতে যেকোনো ঘটনার জন্য প্রস্তুত হামাস।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।