ইসরাইলের ইতিহাসে আল আকসা তুফানই সবচেয়ে বড় আঘাত: ইহুদ বারাক
-
ইহুদ বারাক
দখলদার ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেছেন, ইসরাইলের ইতিহাসে আল আকসা তুফানই ছিল সবচেয়ে বড় আঘাত। তিনি বলেন- গোয়েন্দা, সামরিক ও রাজনৈতিক সব দিক থেকেই মার খেয়েছে ইসরাইল।
আল আকসা তুফান অভিযান শুরুর পরপরই ইহুদ বারাক ইসরাইল ছেড়ে পালিয়েছেন বলে খবর বেরিয়েছে। সর্বশেষ তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে তাকে দেখা গেছে। ইসরাইলের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ফিলিস্তিনিদের ঐ অভিযানে এ পর্যন্ত এক হাজার ৩০০ ইসরাইলি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে হাজার হাজার ইসরাইলি।
আল আকসান তুফান অভিযানের মধ্যদিয়ে নানা ক্ষেত্রে ইসরাইলের দর্প চূর্ণ হয়ে গেছে। এখন আল-আকসা তুফান অভিযানের বদলা নিতে নিরস্ত্র-নিরপরাধ মানুষদের হত্যার পথ অনুসরণ করছে দখলদার বাহিনী। তারা এর মাধ্যমে যত বেশি সম্ভব ফিলিস্তিনিকে হত্যা করতে চাইছে। অবশ্য যুদ্ধের নীতিমালায় এমন গণহত্যা কাপুরুষতারই প্রমাণ। যেকোনো আইনেও এ ধরণের গণহত্যা নিষিদ্ধ।
রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, কাপুরুষোচিত গণহত্যার মাধ্যমে ইসরাইল তার হারানো দর্প ফিরে পাবে না, ব্যর্থতা ও পরাজয়ের গ্লানি ঢাকতে পারবে না। গোটা বিশ্ব ফিলিস্তিনি সংগ্রামীদের চমকে দেওয়া অভিযান দেখেছে। দখলদার ইসরাইলের গোয়েন্দা ও সামরিক অক্ষমতা সবার কাছে এখন স্পষ্ট। ইসরাইলের গোয়েন্দা ব্যর্থতা আগামী কয়েক শতাব্দী ধরে নানা মহলে বারবার উচ্চারিত হবে।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।