গাজা উপত্যকায় ২০০ থেকে ২৫০ ইসরাইলি বন্দি রয়েছে: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i129472-গাজা_উপত্যকায়_২০০_থেকে_২৫০_ইসরাইলি_বন্দি_রয়েছে_হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলোর হাতে ২০০ থেকে ২৫০ জন ইসরাইলি বন্দি রয়েছে। এর মধ্যে শুধু আল-কাসসামের হাতে রয়েছে ২০০ বন্দি।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ১৭, ২০২৩ ১০:২১ Asia/Dhaka
  • আবু ওবায়দা
    আবু ওবায়দা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্টগুলোর হাতে ২০০ থেকে ২৫০ জন ইসরাইলি বন্দি রয়েছে। এর মধ্যে শুধু আল-কাসসামের হাতে রয়েছে ২০০ বন্দি।

গত ৭ অক্টোবর সকালে ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে বড় ধরনের অভিযান চালায় গাজা-ভিত্তিক প্রতিরোধ সংগঠন হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন। প্রতিরোধ যোদ্ধারা শত শত ইসরাইলি সেনাকে হত্যা ও বহু ইসরাইলিকে বন্দি করে আবার গাজা উপত্যকায় ফিরে আসেন। পরে তেল আবিব তাদের নিহত ব্যক্তিদের সর্বশেষ সংখ্যা ১,৪০০ বলে জানায়। ইসলামি জিহাদ ৮ অক্টোবর জানিয়েছিল, তাদের হাতে অন্তত ৩০ ইসরাইলি বন্দি রয়েছে।

হামাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে আল-কাসসামের মুখপাত্র বলেন, তাদের কাছে ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের পাশাপাশি কিছু বিদেশি নাগরিকও রয়েছে। এসব বন্দির সবাইকে ‘আমাদের অতিথি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বন্দিদের নিরাপত্তা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

গাজা উপত্যকায় যখন ইসরাইলি সেনাদের অনবরত বিমান হামলা চলছে এবং ইহুদিবাদী সেনারা স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে তখন সোমবার রাতে প্রকাশিত বিবৃতিতে আবু ওবায়দা বলেন, পরিস্থিতি অনুকূলে এলে তারা বিদেশি নাগরিকদের ছেড়ে দেবেন।

হামাসের এই মুখপাত্র বলেন, তাদের হাতে আটক ইসরাইলি বন্দি ইস্যু নিয়ে কাজ করতে আগ্রহী বিশ্ব সমাজের প্রতি তাদের বার্তা হচ্ছে, তারা ফিলিস্তিনের ঘরে ঘরে শান্তি ও সুখ বয়ে আনতে চান। এর আগে হামাস নেতারা বলেছিলেন, তাদের হাতে আটক ইসরাইলিদের বিনিময়ে তারা ইহুদিবাদী কারাগারে অন্যায়ভাবে আটক ৬,০০০ ফিলিস্তিনি বন্দির সবাইকে মুক্ত করে আনবেন। 

গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের পাশবিক বিমান হামলায় একজন ইসরাইলি বন্দি নিহত হয়েছে বলে জানান আবু ওবায়দা। তিনি বলেন, নিহত ব্যক্তির নাম গাই ওলিভস। হামাসের এই মুখপাত্র আরো বলেন, ইহুদিবাদী সরকার গাজায় স্থল অভিযান চালানোর যে হুমকি দিয়েছে তাকে হামাস ভয় পায় না।#

‎পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।