মিথ্যা অজুহাতে ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চাইছে আমেরিকা / ভারতে মার্কিন অস্ত্র বিক্রি
https://parstoday.ir/bn/news/world-i154278-মিথ্যা_অজুহাতে_ভেনেজুয়েলায়_সামরিক_আগ্রাসন_চাইছে_আমেরিকা_ভারতে_মার্কিন_অস্ত্র_বিক্রি
পার্সটুডে- ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী।
(last modified 2025-11-21T14:16:19+00:00 )
নভেম্বর ২১, ২০২৫ ২০:১৪ Asia/Dhaka
  • • কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ
    • কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ

পার্সটুডে- ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার জন্য মার্কিন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী।

পার্সটুডে অনুসারে, কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এক্স সোশ্যাল নেটওয়ার্কে এক বার্তায় জোর দিয়ে বলেছেন: আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিথ্যাচারের নিন্দা জানাই। তিনি বলেন দুর্নীতিগ্রস্ত এবং মিথ্যাবাদী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে মিথ্যা অজুহাতে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন: ওয়াশিংটন, "মিডিয়ার সহায়তায়, সকলের চোখের সামনে একটি স্বাধীন জাতির বিরুদ্ধে আগ্রাসনকে স্বাভাবিক এবং বৈধ করার চেষ্টা করছে।" রদ্রিগেজ বলেছেন: তারা ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বোকার মতো মাদক পাচার এবং সন্ত্রাসবাদে জড়িত করার চেষ্টা করছে।

যুক্তরাষ্ট্র ভারতে ৯,৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন করেছে

এদিকে, মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা লিখেছে যে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারতে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এক্সক্যালিবার নির্দেশিত আর্টিলারি গোলাবারুদ বিক্রির জন্য ৯,৩০০ কোটি ডলারের একটি চুক্তি অনুমোদন করেছে। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হওয়ার পর ৯,৩০০ কোটি ডলারের জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এবং এক্সক্যালিবার গাইডেড আর্টিলারি গোলাবারুদ বিক্রির চুক্তিটি মার্কিন বৈদেশিক সামরিক বিক্রয় কর্মসূচির অধীনে ভারতের প্রথম ক্রয়ের ঘটনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লির রাশিয়ান তেল কেনার প্রতিশোধ হিসেবে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছিলেন। #

পার্সটুডে/এমআরএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন