গাজার গ্রিক অর্থডক্স গির্জায় হামলা, বহু উদ্বাস্তু ফিলিস্তিনি শহীদ
(last modified Fri, 20 Oct 2023 13:51:04 GMT )
অক্টোবর ২০, ২০২৩ ১৯:৫১ Asia/Dhaka
  • গাজার গ্রিক অর্থডক্স গির্জায় হামলা, বহু উদ্বাস্তু ফিলিস্তিনি শহীদ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গ্রিক অর্থডক্স সেইন্ট পোরিফিরিয়াস গির্জায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় বহু উদ্বাস্তু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি শহীদ হয়েছন যারা ইসরাইলি আগ্রাসনে উদ্বাস্তু হয়ে এই গির্জায় আশ্রয় নিয়েছিলেন।

গির্জাটিতে গতকাল (বৃহস্পতিবার) রাতে ইসরাইল হামলা চালায়। ফিলিস্তিনি ভূখণ্ডে এটি হলো সবচেয়ে প্রাচীন গির্জা। যুগ যুগ ধরে এই গির্জা গাজা শহরের সব সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল। সেই হিসাবে ইসরাইল এবার গাজায় আগ্রাসন শুরু করলে বহু খ্রিস্টান ও মুসলমান সেখানে আশ্রয় নিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। ইসরাইলি হামলায় গির্জার একটি দেয়াল ভেঙে পড়েছে। 

গাজার খ্রিস্টান ও মুসলমানেরা চলমান এই যুদ্ধের মধ্যে জীবন বাঁচানোর জন্য খ্রিস্টানদের গির্জায় আশ্রয় নিচ্ছে। কিন্তু ইসরাইলি সেনারা বেসামরিক নাগরিকদের হত্যা না করার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব গির্জায় হামলা চালাচ্ছে। গির্জায় হামলা চালিয়ে বেসামরিক লোকজনকে হত্যা যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন জেরুজালেম আল-কুদস শহরের অর্থডক্স খ্রিস্টান পাদ্রি।

গাজার এই গির্জাকে বিশ্বের তৃতীয় প্রাচীনতম গির্জা বলে মনে করা হয়। গির্জাটি ৪২৫ সালে নির্মিত হয় এবং ১২ শতাব্দিতে তা পুনর্নির্মাণ করা হয়।#

পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ