গাজায় ইসরাইলি হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে
-
গাজায় ইসরাইলি হামলায় ধ্বংসযজ্ঞ
গাজায় দখলদার ইসরাইলের অব্যাহত পাশবিক হামলায় শহীদের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গেছে। আহত বা নিখোঁজ হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি।
গাজার তথ্যকেন্দ্র সর্বশেষ এই পরিসংখ্যান দিয়েছে। গাজায় হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলি হামলায় আজ গাজার খান ইউনিসের একটি আবাসিক ভবনেই ১৭ জন ফিলিস্তিনি শহীদ ও ১০০ জন আহত হয়েছেন। গত ২০ দিন ধরে গাজায় বর্বরোচিত হামলা চালাচ্ছে মার্কিন মদদপুষ্ট ইসরাইলি বাহিনী।
একইভাবে ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরাইলের হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। সেখানে ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ১০৩ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এ সময়ের মধ্যে দখলদার বাহিনী ১৪৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে 'আল-আকসা তুফান' অভিযান পরিচালনা করে। এরপর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে দখলদার বাহিনী এখন গাজার নারী-পুরুষসহ নিরস্ত্র ও অসহায় মানুষদের ওপর প্রতিশোধ নিচ্ছে।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।