ইয়েমেনের বুকে রক্তের নদী: আমেরিকার নির্মম যুদ্ধাপরাধের ধারাবাহিকতা
(last modified Mon, 28 Apr 2025 06:46:52 GMT )
এপ্রিল ২৮, ২০২৫ ১২:৪৬ Asia/Dhaka
  • ইয়েমেনে আট শতাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
    ইয়েমেনে আট শতাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

পার্সটুডে – ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি শহরে মার্কিন যুদ্ধবিমানের নতুন হামলায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছেন।

আনসারুল্লাহ হুথি আন্দোলন পরিচালিত মিডিয়ার বরাত দিয়ে ইরানের প্রেসটিভি জানিয়েছে, গতরাতে সানার উত্তরের জেলা বানি আল-হারিথে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে নারী ও শিশুসহ আটজন শহীদ হয়েছেন। 

চলতি বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ইয়েমেনে আট শতাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছেন ২২৮ জনের বেশি।

পার্স টুডে'র খবরে বলা হয়েছে, আজ (সোমবার) সকালে মার্কিন যুদ্ধবিমানগুলো ইয়েমেনের আল-জাওফ প্রদেশের "বার্ত আল-আনান" অঞ্চলে চারবার বোমা হামলা চালিয়েছে। এছাড়া, সা'দা শহরের একটি কারাগারে বোমা হামলার সময় কয়েকডজন মানুষ হতাহত হয়েছেন।  

সা'দা শহরের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এবং নিরাপত্তা বিভাগের কর্মীরা আহতদের চিকিৎসা এবং ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মৃতদেহ বের করার চেষ্টা করছেন।    

ইয়েমেনের বেসামরিক এলাকায় মার্কিন বিমান হামলা

প্রত্যক্ষদর্শীরা হোদেইদাহসহ ইয়েমেনের অন্যান্য অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

আমেরিকান যুদ্ধবিমানগুলো সা'দা প্রদেশের কাটাফ শহরেও কমপক্ষে তিনবার হামলা চালিয়েছে।  

গতকাল সন্ধ্যায় আমেরিকার যুদ্ধবিমানগুলো ইয়েমেনের "আমরান" প্রদেশের সুফিয়ান অঞ্চলে দুইবার বোমা হামলা চালায়।

২০২৫ সালের ১৫ মার্চ থেকে, ইহুদিবাদী ইসরাইলের সমর্থনে মার্কিন সরকার ইয়েমেনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে আসছে। এসব হামলা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী, গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলন ও ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমেরিকা ও ইসরাইলবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তারা ইসরাইলের কেন্দ্রস্থল, ইহুদিবাদী সরকারের সাথে সংশ্লিষ্ট জাহাজ এমনকি লোহিত সাগর ও ভারত মহাসাগরে আমেরিকার জাহাজগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে। এসব অভিযানে বেশ কয়েকটি এমকিউ-নাইন রিপার শ্রেণির উন্নত মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। একটি রিপার ড্রোনের মূল্য প্রায় ৩০ মিলিয়ন ডলার। #

পার্সটুডে/এমএআর/২৯