রুশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে টোমাহকের ওপর: মস্কো
-
লন্ডনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ক্লেইন
পার্সটুডে-রাশিয়ার প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন যে ইউক্রেনে টোমাহক ক্ষেপণাস্ত্র পাঠানো মস্কো-ওয়াশিংটন সম্পর্কের অবনতি ঘটাবে।
টোমাহকের পাল্লা ২,৫০০ কিলোমিটার পর্যন্ত এবং ৪৫০ কিলোগ্রাম ওজনের একটি ওয়ারহেড রয়েছে। ইউক্রেন ওয়াশিংটনের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্রটি দাবি করেছে। ইরনা'এর বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন: কিয়েভে দূরপাল্লার টোমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ক্ষতি হবে। বৃহস্পতিবার রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ফোনালাপের পর ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ বলেছেন: পুতিন তার অবস্থানের ওপর জোর দিয়ে বলেছেন: টোমাহক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করবে না তবে দুই দেশের মধ্যে সম্পর্কের ব্যাপক ক্ষতি করবে। সেইসাথে ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাও ধ্বংস করবে।
রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলার জন্য ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র
দুটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রাশিয়ার অভ্যন্তরে অবস্থিত লক্ষ্যবস্তুগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বৃদ্ধি করেছে। সূত্রগুলো আরও জানিয়েছে: ওয়াশিংটন ইউক্রেনকে রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে আক্রমণ পুনরায় শুরু করার জন্য সবুজ সংকেত দিয়েছে। ওয়াশিংটনের অনুমোদনক্রমে, ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার জন্য একটি সুপরিকল্পিত কৌশল গ্রহণ করছে।
ইউক্রেনের গ্যাস স্থাপনাগুলোতে রাশিয়ার ব্যাপক হামলা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন তার মার্কিন সমপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সাথে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাওয়ার বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে ছিলেন, তখন তার দেশের পূর্বে অবস্থিত গ্যাস স্থাপনাগুলোতে রাশিয়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ওই হামলার ফলে দেশের আটটি অঞ্চলে গ্যাস এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি ধীর হয়ে গেছে: যুক্তরাজ্য
ইউক্রেনের গ্যাস স্থাপনাগুলিতে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। অপরদিকে ব্রিটেন দাবি করেছে ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার অগ্রগতি ধীর হয়ে গেছে। বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে সেপ্টেম্বরে ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি আগস্টের তুলনায় অর্ধেক হয়ে গেছে। প্রতিবেদনে মস্কোর সামগ্রিক অগ্রগতির ধীরগতির জন্য ইউক্রেনের অন্যান্য অংশে রুশ সেনাদের পুনরায় মোতায়েন করাকেই দায়ী করা হয়েছে।
রুশ কূটনীতিক: ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখা পশ্চিমা অস্ত্র সমর্থনের প্রত্যক্ষ ফলাফল
লন্ডনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ক্লেইন, জোর দিয়ে বলেছেন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখা পশ্চিমা অস্ত্র সমর্থনের প্রত্যক্ষ ফলাফল। ইউক্রেনে দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাবনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই পদক্ষেপকে "ক্রমবর্ধমান বিপজ্জনক পর্যায়" হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন: "ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত স্পষ্ট না হওয়ায় আমাদের এখনও চূড়ান্ত প্রতিক্রিয়া নেই। তবে যদি এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনে সরবরাহ করা হয়, তাহলে অত্যন্ত গুরুতর উত্তেজনা সৃষ্টি হবে।#
পার্সটুডে/এনএম/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।