সবচেয়ে নৈতিক সেনাবাহিনীর দাবি নেতানিয়াহুর
গাজা উপত্যকায় ‘সুস্পষ্ট জাতিনিধন’ চালাচ্ছে ইসরাইল: পররাষ্ট্র মন্ত্রণালয়
-
অসহায় দুই ফিলিস্তিনি শিশু
‘শিশু হত্যাকারী’ ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘সুস্পষ্ট জাতিগত শুদ্ধি অভিযান’ চালাচ্ছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ মন্তব্য করেন।
ওই পোস্টে তিনি ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি নির্লজ্জ দাবির জবাব দেন। নেতানিয়াহু রোববার সকালে দাবি করেছিলেন, ইসরাইলের রয়েছে বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী যারা যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের প্রাণ বাঁচাতে সম্ভাব্য সবকিছু করে।
যুদ্ধবাজ নেতানিয়াহু এমন সময় এ মন্তব্য করলেন যখন গাজায় ইসরাইলি আগ্রাসন চলছে এবং গত তিন সপ্তাহের পাশবিক বিমান হামলায় নিহতদের শতকরা ৭০ ভাগ নারী ও শিশু। রোববার পর্যন্ত ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখা আট হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ হাজার নিরীহ ফিলিস্তিনি।
নাসের কানয়ানির এক্স পোস্টে ইসরাইলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরে আরো লেখা হয়েছে, “ইহুদিবাদী সরকারের অপরাধী সেনাবাহিনী গাজা উপত্যকায় যে ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়েছে এসব ছবি তার সামান্য প্রমাণ। গাজায় ইহুদিবাদী সরকার নির্বিচার গণহত্যা চালাচ্ছে।”#
পার্সটুডে/এমএমআই/এমএআর/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।