হামাসের প্রচণ্ড হামলায় মারা গেছে ইসরাইলের ১৮ সেনা
https://parstoday.ir/bn/news/west_asia-i130152-হামাসের_প্রচণ্ড_হামলায়_মারা_গেছে_ইসরাইলের_১৮_সেনা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালাতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরাইলের আরো ১৮ সেনা নিহত হয়েছে। ইহুদিবাদী সেনাদের এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে খোদ ইসরাইলের পত্রিকা টাইমস অব ইসরাইল ও হাতেৎজ। এছাড়া, মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ, ভারতের টাইমস অফ ইন্ডিয়া এবং দি ইকনোমিক টাইমসহ অনেক গণমাধ্যমে খবরটি প্রকাশ হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০১, ২০২৩ ১৪:১৭ Asia/Dhaka

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে স্থল অভিযান চালাতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরাইলের আরো ১৮ সেনা নিহত হয়েছে। ইহুদিবাদী সেনাদের এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে খোদ ইসরাইলের পত্রিকা টাইমস অব ইসরাইল ও হাতেৎজ। এছাড়া, মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ, ভারতের টাইমস অফ ইন্ডিয়া এবং দি ইকনোমিক টাইমসহ অনেক গণমাধ্যমে খবরটি প্রকাশ হয়েছে।

নিহত সেনাদের বিস্তারিত পরিচয় এবং পদ-পদবী সুস্পষ্টভাবে উল্লেখ করেছে টাইমস অব ইসরাইল। খবরে বলা হয়েছে, মঙ্গলবার হামাসের ট্যাংক-বিধ্বংসী গাইডেড মিসাইলের হামলায় একটি আর্মর্ড ভেহিকেল ধ্বংস হয় এবং তাতে ৭ সেনা নিহত ও চারজন আহত হয়। আহতদের মধ্যে এক সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। হতাহত সেনাদের হেলিকপ্টারে করে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে, হামাসের পেতে রাখা বোমা বা মাইন বিস্ফোরণে দখলদার সেনাদের একটি ট্যাংক উড়ে যায় এবং সেখানে চার সেনা নিহত হয়। 

অন্যদিকে, ইসরাইলের সন্ত্রাসী বাহিনী আজ জানিয়েছে, গাজা উপত্যকার কাছে হামাসের সঙ্গে সংঘর্ষে আরো সাত ইহুদিবাদী সেনা নিহত হয়। এর আগের দিন গাজা উপত্যকায় হামাসের সাথে সংঘর্ষে আরো এক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরাইল।

এর আগে ২০১৪ সালে ইসরাইলি বাহিনী গাজায় অভিযান চালাতে গেলে তাদের অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১