ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার: তুরস্ক ও হন্ডুরাসের প্রশংসায় হামাস
(last modified Sun, 05 Nov 2023 13:47:22 GMT )
নভেম্বর ০৫, ২০২৩ ১৯:৪৭ Asia/Dhaka
  • ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার: তুরস্ক ও হন্ডুরাসের প্রশংসায় হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও ব্যাপক হত্যাকাণ্ডের প্রতিবাদে ইহুদিবাদী ইসরাইল থেকে তুরস্ক ও হন্ডুরাস রাষ্ট্রদূত প্রত্যাহার করায় দেশ দুটির প্রশংসা করেছে স্বাধানতাকামী সংগঠন হামাস। 

আজ (রোববার) এক বিবৃতিতে হামাস তুরস্কের প্রশংসা করে সব আরব ও মুসলিম দেশকে ইসরাইলের মোকাবেলায় আরো পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়। পাশাপাশি ইসরাইলের যুদ্ধাপরাধের প্রতি মার্কিন সমর্থন বন্ধ করার জন্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টির কথা বলেছে হামাস। 

সংগঠনটি আহত বেসামরিক নাগরিকদের গাজার বাইরের হাসপাতালে সরিয়ে নেয়ার এবং জনগণকে মানবিক ত্রাণ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি গাজার যেসব আহত মানুষ চিকিৎসার জন্য বাইরে যেতে চান তাদেরকে প্রয়োজনীয় সুবিধা দেয়ার কথা বলেছে হামাস।

ইসরাইল থেকে হন্ডুরাসের রাষ্ট্রদূত প্রত্যহারেরও প্রশংসা করে হামাস বলেছে, “এই সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ। আমরা হন্ডুরাস সরকারকে ইসরাইলের সাথে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানাই।”#  

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ