গাজাকে হামাসমুক্ত করতে কোনো ভূমিকা নেবে না মিশর: ওয়াল স্ট্রিট জার্নাল
(last modified Thu, 09 Nov 2023 11:29:58 GMT )
নভেম্বর ০৯, ২০২৩ ১৭:২৯ Asia/Dhaka
  • গাজাকে হামাসমুক্ত করতে কোনো ভূমিকা নেবে না মিশর: ওয়াল স্ট্রিট জার্নাল

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রশাসনিক দায়িত্ব নেয়ার ব্যাপারে মিশরকে যে প্রস্তাব দিয়েছে আমেরিকা তা প্রত্যাখ্যান করেছে কায়রো সরকার। তারা বলেছে, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনে হামাসকে গাজা থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে তারা কখনো কোন ভূমিকা পালন করবে না।

গতকাল (বুধবার) মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল মিশরের কয়েকজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস সম্প্রতি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসিকে গাজা থেকে হামাসকে সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সিসি তা প্রত্যাখ্যান করেছেন। এ প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল চলমান গাজা যুদ্ধ শেষে মিশর গাজার নিরাপত্তার দায়িত্ব দেখভাল করবে।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট সিসি জোর দিয়ে বলেন- হামাসকে নির্মূল করার জন্য কখনো কোন ভূমিকা পালন করবে না। তিনি আরো বলেছেন, মিশর ও গাজা সীমান্তের নিরাপত্তা রক্ষার জন্য হামাসকে প্রয়োজন।

এর একদিন আগে সিআইএ’র প্রধান এবং প্রেসিডেন্ট সিসি কায়রোয় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন। তবে ওই বৈঠকে বিশেষভাবে গাজায় চলমান ইসরাইলি হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে।

গাজা যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধের পর গাজা শাসন করার ব্যাপারে কোনো ধরনের আলোচনায় অংশ নিতে চায় না জর্দান। পাশাপাশি তিনি বলেছেন, হামাস এমন এক আদর্শ ধারণ করে যা সহজে নির্মূল করা যাবে না।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ