গাজা যুদ্ধে ইসরাইল কঠিনভাবে পরাজিত হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ
(last modified Fri, 24 Nov 2023 08:36:37 GMT )
নভেম্বর ২৪, ২০২৩ ১৪:৩৬ Asia/Dhaka
  • গাজা যুদ্ধে ইসরাইল কঠিনভাবে পরাজিত হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তিনি এ ব্যাপারে নিশ্চিত যে গাজায় ফিলিস্তিনি যোদ্ধারা জয়ী এবং দখলদার ইসরাইল কঠিনভাবে পরাজিত হবে। তিনি গতকাল (বৃহস্পতিবার) রাজধানী বৈরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক সাক্ষাতে এ প্রত্যয় জানান।

সাইয়্যেদ নাসরুল্লাহ গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের চলমান প্রতিরোধ যুদ্ধের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বহু ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে।

সাক্ষাতে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধারপরাধ বন্ধ করার জন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরান ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছে।

ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, ফিলিস্তিনি জনগণের প্রবল প্রতিরোধের সামনে যুদ্ধ জয়ের ব্যাপারে হতাশার কারণেই হামাসের সঙ্গে বন্দি বিনিময় ও সাময়িক যুদ্ধবিরতি মেনে নিয়েছে ইসরাইল।

সাক্ষাতে আমির-আব্দুল্লাহিয়ান ও সাইয়্যেদ নাসরুল্লাহ গাজা যুদ্ধের সম্ভাব্য পরিণতি এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধাপরাধের জের ধরে করনীয় সম্পর্কে আলোচনা করেন বলে বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুজতাবা আমিনি জানান।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার বৈরুতে হামাসের ডেপুটি পলিটব্যুরো প্রধান খলিল আল-হাইয়া এবং ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি  নিয়ে আলোচনা করেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৪

ট্যাগ