সাইয়্যেদ নাসরুল্লাহর শূন্যস্থান পূর্ণ করেছেন শেখ নাঈম কাসেম: আরব মিডিয়া
(last modified Thu, 17 Oct 2024 04:20:56 GMT )
অক্টোবর ১৭, ২০২৪ ১০:২০ Asia/Dhaka
  • সাইয়্যেদ নাসরুল্লাহর শূন্যস্থান পূর্ণ করেছেন শেখ নাঈম কাসেম: আরব মিডিয়া

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে প্রমাণিত হয়েছে, সংগঠনের মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ প্রদর্শিত পথচলা সমান গতি ও শক্তিতে অব্যাহত থাকবে।

আরবি নিউজ চ্যানেল রাই আল-ইয়াওম এক সংবাদভাষ্যে এ মন্তব্য করেছে। এটি বলেছে, গত মাসে দক্ষিণ বৈরুতে ইসরাইলি ভয়াবহ বিমান হামলায় সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের পরও হিজবুল্লাহ গণমাধ্যমে নিজের সরব উপস্থিতি বজায় রেখেছে।

সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের পর শেখ নাঈম কাসেম মঙ্গলবার তৃতীয়বারের মতো টেলিভিশনে ভাষণ দেন। মঙ্গলবারের ভাষণে তাকে অনেক বেশি আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রত্যয়ী মনে হয়েছে বলে রাই আল-ইয়াওম জানায়। ওই ভাষণে তিনি ইহুদিবাদী ইসরাইলকে উদ্দেশ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেন এবং বলেন, হিজবুল্লাহ দখলদার শক্তির বিরুদ্ধে বেদনাদায়ক আঘাত হানতে থাকবে। 

টিভি চ্যানেলটি বলেছে, শেখ কাসেমের বক্তব্য ছিল ইসরাইলের জন্য একটি কড়া হুঁশিয়ারি; কারণ, তেল আবিব ভেবেছিল সাইয়্যেদ নাসরুল্লাহকে হত্যা করার পর হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে।  হিজবুল্লাহর উপ মহাসচিব তার ভাষণে এখন থেকে শুধু ইসরাইলের উত্তরাঞ্চলে নয় বরং এই ভুয়া রাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানার প্রত্যয় জানান। #

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ