ডিসেম্বর ০৬, ২০২৩ ০৯:৪৩ Asia/Dhaka
  • বহু ইসরাইলি সেনাকে হত্যা করার ঘোষণা দিয়েছে হামাস ও ইসলামি জিহাদ

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বহু ইসরাইলি সেনাকে হত্যা করেছে। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগ্রেড দক্ষিণ গাজার খান ইউনিস শহরে একটিমাত্র হামলায় ১০ ইসরাইলি সেনাকে হত্যা করার কথা ঘোষণা করেছে। এছাড়া আরো বেশ কয়েকটি হামলায় আরো বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।

তবে ইহুদিবাদী ইসরাইল গতকাল (মঙ্গলবার) তাদের সাত সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে। ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান জেনারেল ইয়ারোন ফিংকেলম্যান বলেছেন, গাজায় গত দুই মাসের মধ্যে মঙ্গলবার সবচেয়ে তীব্র সংঘর্ষ হয়েছে।

ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেড বলেছে, মঙ্গলবার সকাল থেকে তাদের যোদ্ধারা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি সন্ত্রাসী সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, শুধুমাত্র খান ইউনিস শহরে তারা ১০ ইসরাইলি সেনাকে হত্যা ও ২৪টি ইসরাইলি সামরিক যান আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছেন।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা গত দু’দিন ধরে খান ইউনিসে ব্যাপকভাবে ট্যাংক মোতায়েন করেছে।

কাসসাম ব্রিগেডের বিবৃতিতে আরো বলা হয়েছে, তাদের যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে অবস্থান গ্রহণকারী সকল ইসরাইলি সেনাকে হত্যা করেছেন। বিবৃতিতে বলা হয়, জনমানব শূন্য ভবনটিতে আগে থেকে বিস্ফোরক বসানো ছিল। দখলদার সেনারা সেখানে প্রবেশ করা মাত্র বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি ধ্বংস করে দেয়া হয়।

এদিকে, ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা বলেছেন, তাদের যোদ্ধারা মঙ্গলবার শত্রু  সেনাদের বহু ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছেন। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, খান ইউনিস শহরের পূর্ব অংশে, গাজা সিটিতে এবং আল-কারারা শহরে আল-কুদস যোদ্ধারা ইসরাইলি সন্ত্রাসী সেনাদের অগ্রাভিযান রুখে দিয়েছেন। যোদ্ধাদের হামলায় ‘শত্রু সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি’ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইহুদিবাদী ইসরাইলি রাজনৈতিক নেতাদের পাশাপাশি সামরিক কর্মকর্তারা গাজায় ব্যাপক সামরিক অর্জনের দাবি করলেও হামাস নেতাদের বক্তব্য মনে হচ্ছে, তাদের খুব কমই ক্ষতি করতে পেরেছে ইসরাইলি সন্ত্রাসী সেনারা। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ