গাজার চারপাশে সেনা মোতায়েনের নির্দেশ নেতানিয়াহুর, যুদ্ধবিরতি বাতিলের হুমকি 
(last modified Wed, 12 Feb 2025 06:59:29 GMT )
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১২:৫৯ Asia/Dhaka
  • গাজার চারপাশে সেনা মোতায়েনের নির্দেশ নেতানিয়াহুর, যুদ্ধবিরতি বাতিলের হুমকি 

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যদি শনিবারের মধ্যে ইসরাইলি বন্দীদের মুক্তি না দেয় তাহলে চলমান যুদ্ধবিরতির অবসান ঘটানোর হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসাথে তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার চারপাশে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

ইহুদিবাদী ইসরাইল দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলে গতকাল (মঙ্গলবার) হামাস জানিয়েছে, পরবর্তী ধাপের বন্দী ইসরাইলিদের মুক্তি দেয়ার বিষয়টি তারা স্থগিত করছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা নিশ্চিত করেছেন, যতক্ষণ পর্যন্ত দখলদার ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে ততক্ষণ তারাও এই চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

নাম প্রকাশ অনিচ্ছুক ইসরাইলের একজন কর্মকর্তা জানান, গাজার চারপাশ জুড়ে আগের চেয়ে বেশি সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু ইসরাইলের বর্বর সামরিক বাহিনীকে তিনি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন।#
পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন