গাজায় ইসরাইলি আগ্রাসনের অবসান দাবি করলেন সৌদি যুবরাজ
https://parstoday.ir/bn/news/west_asia-i131738-গাজায়_ইসরাইলি_আগ্রাসনের_অবসান_দাবি_করলেন_সৌদি_যুবরাজ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি। গতকাল (মঙ্গলবার) কাতারের রাজধানীর দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২৩ ১২:৫৫ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি আগ্রাসনের অবসান দাবি করলেন সৌদি যুবরাজ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি। গতকাল (মঙ্গলবার) কাতারের রাজধানীর দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে স্বাগতিক দেশ কাতারের পাশাপাশি সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ওমান অংশ নেয়। তুরস্ক এই সংস্থার সদস্য না হলেও বৈঠকে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের প্রতিনিধিত্ব করেন।

গাজার বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইল গত দুই মাস ধরে যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে তার কঠোর নিন্দা জানান বৈঠকে অংশ নেয়া নেতারা। ইসরাইলের আগ্রাসনে এ পর্যন্ত ১৬ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন যাদের মধ্যে শতকরা ৭০ ভাগ নারী ও শিশু।

উপসাগরীয় সহযোগিতা পরিষদে অংশ নেয়া নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজার ওপর ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চাপিয়ে দিয়েছে তা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এছাড়া, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের জন্য হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বৈঠক থেকে আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি ইহুদিবাদী ইসরাইল গত কয়েক বছর ধরে গাজা উপত্যকায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা পুনর্নির্মাণ করার ব্যাপারেও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলো রাজি হয়েছে।

এদিকে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আলাদা বিবৃতি দিয়েছেন। যৌথ বিবৃতিতে তারা গাজায় মানবিক বিপর্যয়ের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেন। শুধু তাই নয়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক লোকজনকে রক্ষা করার আহ্বান জানান তারা। এছাড়া, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সেখানকার নাগরিকদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ করারও আহ্বান জানান এই দুই নেতা।

কাতারের আমির সুস্পষ্ট করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজায় যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে সে ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় মুখ ফিরিয়ে নেয়ায় বিশ্বের লজ্জিত হওয়া উচিত। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, গাজায় মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, নেতানিয়াহু তার রাজনৈতিক ভবিষ্যতের জন্য পুরো অঞ্চলকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৬