সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট
খাশোগি হত্যায় সৌদি যুবরাজের পক্ষে ট্রাম্প: হত্যা তার প্রাপ্য ছিল!
-
প্রখ্যাত ও স্পষ্টভাষী ভিন্ন-মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি (ফাইল ছবি)
পার্স-টুডে: ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আতিথ্য দেয়ার সময় ২০১৮ সালে প্রখ্যাত ও স্পষ্টভাষী ভিন্ন-মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডকে গুরুত্ব না দিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার, ওই হত্যাকাণ্ডের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি রাজপরিবারের পক্ষ নেন। ওই হত্যাযজ্ঞ যুবরাজের অনুমোদনক্রমেই হয়েছিল বলে সিআইএ-র অনুসন্ধান বা তদন্তে জানানো হয়। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করার পর তার দেহ করাত দিয়ে কেটে টুকরো টুকরো করা হয়েছিল।
এ সম্পর্কে ট্রাম্পের মতামত জানতে চাইলে ট্রাম্প বলেছেন, "আপনি এমন একজনের কথা বলছেন যিনি অত্যন্ত বিতর্কিত ছিলেন। অনেক মানুষ সেই ভদ্রলোককে পছন্দ করেননি... ঘটনা এভাবে ঘটেই যায়," মানবাধিকার কর্মীরা এই নোংরা হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার এবং এটিকে একটি যথাযোগ্য পরিণতি হিসাবে চিত্রিত করায় তীব্র নিন্দা জানিয়েছেন।
স্পষ্টতই বিন সালমানের দিকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "কিন্তু তিনি এ সম্পর্কে কিছুই জানতেন না"!
অথচ ২০১৯ সালে যুবরাজের নিজের স্বীকারোক্তিতে বলেছিলেন, "সৌদি আরবের একজন নেতা হিসেবে আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি, বিশেষ করে যেহেতু এটি সৌদি সরকারের জন্য কাজ করা ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত হয়েছে।"
ওয়াশিংটন পোস্টের কলামিস্ট ও প্রবীণ সৌদি ভাষ্যকার খাশোগিকে আরব বিশ্বে সংস্কার ও মত প্রকাশের স্বাধীনতার জন্য একজন অগ্রণী কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করত মানবাধিকার গোষ্ঠীগুলো। আইনজীবীরা বলেছেন যে ট্রাম্পের এ মন্তব্য সিআইএ'র অভিমতের পরিপন্থী। সিআইএ বলেছিল, উচ্চ-স্তরের অনুমোদন ছাড়া খাশোগির হত্যা সংঘটিত হতে পারত না। তাই ট্রাম্পের এ মন্তব্য ওই হত্যাকাণ্ডের দায় ঝাপসা করারই প্রচেষ্টা। তারা আরও বলেছেন যে এই মন্তব্যগুলো দায়মুক্তিকে স্বাভাবিক করার ঝুঁকি তৈরি করবে।
সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক নিউইয়র্ক-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সিপিজে বা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজের সফরের নিন্দা জানিয়েছেন। খাশোগি হত্যাকাণ্ডের পর এটাই মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রথম সফর। এই সফরের প্রাক্কালে ট্রাম্প সরকার রিয়াদের কাছে সাড়ে তিনশ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির পদক্ষেপ অনুমোদনের কথা ঘোষণা করেছে। #
পার্সটুডে/এমএএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন