লোহিত সাগরে মার্কিন উপস্থিতি বেড়েছে, তবু ইসরাইলি জাহাজে হামলা চলবে: ইয়েমেন
(last modified Wed, 06 Dec 2023 09:21:20 GMT )
ডিসেম্বর ০৬, ২০২৩ ১৫:২১ Asia/Dhaka
  • লোহিত সাগরে আমেরিকার একটি যুদ্ধজাহাজ
    লোহিত সাগরে আমেরিকার একটি যুদ্ধজাহাজ

ইয়েমেনের প্রতিরোধ সংগঠন আনসারুল্লাহ'র রাজনৈতিক কার্যালয়ের প্রভাবশালী সদস্য আলী আল কাহুম বলেছেন, লোহিত সাগরে মার্কিন সেনা মোতায়েন সত্ত্বেও ইসরাইলি জাহাজে হামলা অব্যাহত থাকবে। ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এই কাজ করে যাবে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ তিনি এই মন্তব্য করেছেন ।

আলী আল কাহুম আরও বলেছেন, যুক্তরাষ্ট্র লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে সৈন্য পাঠিয়ে শান্তিতে বাধা সৃষ্টি করছে।

তিনি বলেন, কথা ও কাজের মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেন যে সমর্থন দিচ্ছে তাতে ইসরাইল ও যুক্তরাষ্ট্র হতবাক হয়ে গেছে। লোহিত সাগর ও বাব আল-মান্দেবে ইয়েমেনিদের ব্যাপক অভিযানের কারণে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক জাহাজ চলাচলে ব্যবস্থাপনার প্রতি সমর্থনের অজুহাতে ইয়েমেন উপকূল প্রতিদিনই মার্কিন সেনা উপস্থিতি বাড়ানো হচ্ছে। 

তিনি বলেন, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি মানে গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি হওয়া। এটা সবার জন্য বিপজ্জনক।

ইয়েমেনের এই নেতা বলেন, ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) হচ্ছে মুসলিম ও আরব বিশ্বের প্রধান ইস্যু। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন। এছাড়া ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী।#  

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ