আমরা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার ছক এঁকেছি: হামাস
(last modified Wed, 06 Dec 2023 13:33:01 GMT )
ডিসেম্বর ০৬, ২০২৩ ১৯:৩৩ Asia/Dhaka
  • আমরা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার ছক এঁকেছি: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আলী বারাকা বলেছেন, ইসরাইলের চলমান বর্বর আগ্রাসন মোকাবেলার ক্ষেত্রে প্রতিরোধ যোদ্ধারা বড় রকমের প্রতিরক্ষা পরিকল্পনার ছক এঁকেছে। তিনি বলেন, গত ৭ অক্টোবর অপারেশন আল-আকসা তুফানের সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো যোদ্ধাদের ঐক্যবদ্ধ অভিযান দেখে ইসরাইলের সেনা কমান্ডাররা বিস্মিত হয়েছেন।

হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আলী বারাকা আরো বলেন, “আমরা নিশ্চিত যে, এই যুদ্ধে আমরা বিজয়ী হবো। আমরা আমাদের ফিলিস্তিনি নাগরিকদের আশ্বস্ত করছি যে, প্রতিরোধ ফ্রন্টের কাছে সমস্ত ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার প্রয়োজনীয় শক্তি রয়েছে।” 

লেবাননের আল-অহেদ নিউজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে আলী বারাকা এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের সেনারা প্রায় দুই মাস ধরে গাজার ওপরে অব্যাহতভাবে ভয়াবহ বিমান হামলা ও অভিযান চালালেও এখন পর্যন্ত তারা তাদের কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

তিনি বলেন, ফিলিস্তিনের যোদ্ধারা তাদের অসম সাহসিকতা দিয়ে ইহুদিবাদী ইসরাইলের সেনাদেরকে গাজায় আটকে দিয়েছে এবং ইহুদিবাদীদের চরম ক্ষয়ক্ষতি হয়েছে। লেবানন ইয়েমেন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের নানা পদক্ষেপ ফিলিস্তিনি যোদ্ধাদের সহযোগিতা করেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের ভূমিকার কারণে ইহুদিবাদী ইসরাইল এখন বাব আল-মান্দেব দিয়ে জাহাজ পরিচালনার ক্ষেত্রে অসহায় হয়ে পড়েছে বলে মন্তব্য করেন আলী বারাকা।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন