ইসরাইলি মন্ত্রীর ছেলের শেষকৃত্য অনুষ্ঠানে নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i131850-ইসরাইলি_মন্ত্রীর_ছেলের_শেষকৃত্য_অনুষ্ঠানে_নেতানিয়াহু
গতকাল গাজা উপত্যকার উত্তরে তাল আজ-জাতার এলাকার একটি টানেলের মুখে বোমা পেতে রেখেছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। ইসরাইলি সেনারা টানেল মুখে গিয়ে এটির ঢাকনা উত্তোলন করার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৩ ২০:২৯ Asia/Dhaka

গতকাল গাজা উপত্যকার উত্তরে তাল আজ-জাতার এলাকার একটি টানেলের মুখে বোমা পেতে রেখেছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। ইসরাইলি সেনারা টানেল মুখে গিয়ে এটির ঢাকনা উত্তোলন করার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়।

এর ফলে ঘটনাস্থলেই সাবেক ইসরাইলি সেনাপ্রধান ও নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোটের ছেলে নিহত হয়। ওই ঘটনায় আরো বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে।

আজ আইজেনকোটের শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার মন্ত্রিসভার সদস্যরা। এসময় ইসরাইলি প্রেসিডেন্ট হার্জগ উপস্থিত ছিলেন।

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।