দীর্ঘতম শাটডাউনে বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে আমেরিকার
https://parstoday.ir/bn/news/world-i153764-দীর্ঘতম_শাটডাউনে_বিলিয়ন_ডলারের_ক্ষতি_হচ্ছে_আমেরিকার
পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ৩৬ দিনের টানা শাটডাউনের কারণে দেশটির অর্থনীতি প্রতি সপ্তাহে ১০ থেকে ৩০ বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। এই অবস্থার কারণে বিমানবন্দর কার্যক্রম, জনসেবা এবং অর্থনীতির ওপর আস্থার ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে।  
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
নভেম্বর ০৬, ২০২৫ ১৯:৫৮ Asia/Dhaka
  • দীর্ঘতম শাটডাউনে বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে আমেরিকার
    দীর্ঘতম শাটডাউনে বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে আমেরিকার

পার্সটুডে- মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ৩৬ দিনের টানা শাটডাউনের কারণে দেশটির অর্থনীতি প্রতি সপ্তাহে ১০ থেকে ৩০ বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। এই অবস্থার কারণে বিমানবন্দর কার্যক্রম, জনসেবা এবং অর্থনীতির ওপর আস্থার ক্ষেত্রে প্রভাবিত হচ্ছে।  

ফেডারেল সরকারের এই দীর্ঘস্থায়ী শাটডাউন। সরকারি সেবার বহু ক্ষেত্রকে থামিয়ে দিয়েছে এবং লক্ষাধিক ফেডারেল কর্মচারীর স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলেছে।

পার্সটুডে'র প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন জানিয়েছে—জনবল ঘাটতির কারণে নিরাপত্তা বজায় রাখতে ৪০টি বিমানবন্দরে বিমান চলাচল প্রায় ১০ শতাংশ কমানো হয়েছে।

একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে।

মার্কিন ফেডারেল সরকারের শাটডাউন শুরু হয়েছে ১ অক্টোবর থেকে, এর ফলে বহু সরকারি দপ্তরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে এবং প্রায় ৫৮৭ হাজার কর্মচারীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া সরকারি বাজেটনির্ভর পার্ক, জাদুঘর এবং জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোও কার্যত বন্ধ রয়েছে।

কংগ্রেসের পক্ষ থেকে বারবার প্রচেষ্টা সত্ত্বেও এখনো এই সংকটের কোনো সমাধান পাওয়া যায়নি। রিপাবলিকানরা অভিযোগ করছে যে, ডেমোক্র্যাটরা অস্থায়ী বাজেট বিল প্রত্যাখ্যান করে সরকারকে কার্যত অচল করে দিয়েছে; অন্যদিকে ডেমোক্র্যাটদের দাবি, সমঝোতার দায়ভার রিপাবলিকানদের, কারণ কংগ্রেসের দুই কক্ষই তাদের নিয়ন্ত্রণে।

বিশ্লেষকরা বলছেন, দুই প্রধান দলের রাজনৈতিক অচলাবস্থা শুধু জরুরি সেবাগুলোই বন্ধ করেনি, বরং বাজারের আস্থাকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে কোনো সমঝোতার লক্ষণ দেখা না যাওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক করেছেন- এই অচলাবস্থা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতার ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে।#

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।