ইরান ও পাকিস্তান; বিশ্ব শান্তি ও ইসলামী ঐক্যের জন্য আঞ্চলিক মিত্র
https://parstoday.ir/bn/news/world-i153772-ইরান_ও_পাকিস্তান_বিশ্ব_শান্তি_ও_ইসলামী_ঐক্যের_জন্য_আঞ্চলিক_মিত্র
পার্সটুডে-ইসলামাবাদে এক আনুষ্ঠানিক বৈঠকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ইরানি পার্লামেন্টের স্পিকার আঞ্চলিক সহযোগিতা জোরদার, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং ইসলামী উম্মাহর ঐক্য ও বিশ্ব শান্তির জন্য যৌথ প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৭, ২০২৫ ১৬:৪৫ Asia/Dhaka
  • পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ এবং ইরানি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন
    পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ এবং ইরানি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন

পার্সটুডে-ইসলামাবাদে এক আনুষ্ঠানিক বৈঠকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ইরানি পার্লামেন্টের স্পিকার আঞ্চলিক সহযোগিতা জোরদার, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং ইসলামী উম্মাহর ঐক্য ও বিশ্ব শান্তির জন্য যৌথ প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ শুক্রবার ইসলামাবাদে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ এবং একটি ইরানি প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানিয়েছেন। ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সার্বিক সহযোগিতা জোরদার করার জন্য তার দেশের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন: তেহরান ও ইসলামাবাদ বিশ্ব শান্তি এবং ইসলামী ঐক্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাক্ষাতে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমি এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম উপস্থিত ছিলেন।

ইরানি পার্লামেন্টের স্পিকারকে স্বাগত জানিয়ে এবং ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে শাহবাজ শরীফ বলেন; পাকিস্তান এবং ইরান  দুটি ভ্রাতৃপ্রতিম ও মুসলিম দেশ হিসেবে বিশ্ব শান্তি মুসলিম উম্মাহর ঐক্যের ব্যাপারে তাদের দায়িত্ব পালনে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।

তিনি ইরান ও পাকিস্তানের মধ্যে আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে বলেন: বিশ্বজুড়ে সকল অমীমাংসিত বিরোধ সমাধানের জন্য শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতি ব্যবহারের ক্ষেত্রে উভয় দেশেরই দৃঢ় অঙ্গীকার রয়েছে।

শাহবাজ শরীফ বলেন: ইরান ও পাকিস্তান রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিন্দা করে এবং তাদের স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে একতরফা আগ্রাসনের প্রেক্ষাপটে সর্বদা একে অপরকে সমর্থন করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন যে দুর্ভাগ্যবশত, উভয় দেশ সন্ত্রাসবাদের শিকার হয়েছে এবং তাই বিশ্ব শান্তি, সমৃদ্ধি এবং এই অঞ্চলে ইতিবাচক সহযোগিতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি জোর দিয়ে বলেন: ইরান এবং পাকিস্তান ইসলামী উম্মাহর ঐক্যের জন্য সহযোগিতা এবং ঐক্যবদ্ধ হতে দৃঢ়প্রতিজ্ঞ। শাহবাজ শরীফ বলেন: পাকিস্তান অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে ইরানের সাথে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, ইরানের সংসদ মজলিসে শুরার স্পিকার ডক্টর মোহাম্মদ বাকের কালিবফও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতি মূল্যবান এবং সময়োপযোগী সমর্থনের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী, সরকার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কালিবফ বলেছেন যে ইহুদিবাদী ইসরাইল কর্তৃক আরোপিত ১২ দিনের যুদ্ধে পাকিস্তানের সমর্থনকে ইরানি জনগণ গভীরভাবে প্রশংসা করে। তিনি আরও বলেন যে ইরান ও পাকিস্তান ইসলামী উম্মাহর ঐক্য এবং বিশ্ব শান্তির বার্তায় দৃঢ়ভাবে বিশ্বাস করে।

বৈঠক শেষে, ইরানের সংসদ মজলিসে শুরার স্পিকার পাকিস্তানের অর্থনৈতিক কেন্দ্র করাচির উদ্দেশ্যে রওনা হয়ে যান।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।