এবার ফ্রান্সের যুদ্ধ জাহাজে ইয়েমেন থেকে ড্রোন হামলা
(last modified Tue, 12 Dec 2023 12:44:00 GMT )
ডিসেম্বর ১২, ২০২৩ ১৮:৪৪ Asia/Dhaka
  • এবার ফ্রান্সের যুদ্ধ জাহাজে ইয়েমেন থেকে ড্রোন হামলা

ফ্রান্স সরকার দাবি করেছে, লোহিত সাগরে তাদের একটি গাইডেড মিসাইল ফ্রিগেটে ড্রোন হামলা চালানো হয়েছে তবে ফরাসি সেনারা ওই হামলা সফলভাবে প্রতিহত করেছে।

ফরাসি সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে এই ড্রোন হামলা চালানো হয়। গত সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি বা রোববারে এই হামলা হয় এবং এ ব্যাপারে ফ্রান্সের সিনেটে আইনপ্রণেতাদের সর্বশেষ তথ্য জানান সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি বলেন, হামলা চালাতে আসা সব ড্রোন গাইডেড মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে।

ফ্রান্সের এই মন্ত্রী সিনেটকে জানান, “ইয়েমেন থেকে আসা দুটি ড্রোন ইচ্ছাকৃতভাবে আমাদের মাল্টি-মিশন ফ্রিগেট ল্যাঙ্গুয়েডক লক্ষ্যবস্তু করেছে যেটি লোহিত সাগরে টহল চালাচ্ছিল। এগুলো ছিল অ্যাস্টার- ১৫ মিসাইল, যেগুলো ড্রোন দুটিকে ধ্বংস ও আত্মরক্ষার জন্য ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে ড্রোন ভূপাতিত করার মধ্যদিয়ে যুদ্ধজাহাজ এবং ক্রুদের সুরক্ষিত করা হয়।"

যদিও কোনো কর্মকর্তাই হুথি গেরিলাদের নাম উল্লেখ করেননি, তবে সেনাবাহিনী আগে বলেছিল যে, ড্রোনগুলো ইয়েমেনের আল-হুদাইদা উপকূল থেকে পাঠানো হয়েছ। ইয়েমেনের আল-হুদাইদা এমন একটি এলাকা যা সশস্ত্র হুথিরা নিয়ন্ত্রণ করছে।  

সম্প্রতি গাজায় ইহুদিবাদী ইসরাইল বর্বর আগ্রাসন শুরু করার পর তাতে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী কমবেশি জড়িয়ে গেছে। এরইমধ্যে তারা ঘোষণা দিয়েছে- গাজা আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরাইল অভিমুখী সমস্ত জাহাজে হামলা চালাবে। গতরাতেও হুথি সমর্থিত সেনারা ইসরাইলগামী নরওয়ের একটি তেল ও কেমিক্যাল বহনকারী ট্যাংকারে হামলা করেছে।# 

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ