কুয়েতের আমিরের মৃত্যুতে ৪০ দিনের জাতীয় শোক; নতুন আমির শেখ মাশআল
https://parstoday.ir/bn/news/west_asia-i132180-কুয়েতের_আমিরের_মৃত্যুতে_৪০_দিনের_জাতীয়_শোক_নতুন_আমির_শেখ_মাশআল
কুয়েতের আমির শেখ নওফেল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২৩ ১৯:৪০ Asia/Dhaka
  • শেখ মাশআল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ
    শেখ মাশআল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ

কুয়েতের আমির শেখ নওফেল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছেন, শেখ নওফেলের মৃত্যুর পর ৮৩ বছর বয়সী যুবরাজ ও সৎ ভাই শেখ মাশআল আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে দেশের নতুন আমির নিযুক্ত করা হয়েছে।

কুয়েত সরকার আমির নওফেলের মৃত্যুর কারণ সম্পর্কে কোন তথ্য জানায়নি। তার মৃত্যুর পর ৪০ দিন জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তিন দিন সরকারের বিভিন্ন দপ্তর বন্ধ থাকবে।

২০২০ সালে কুয়েতের সাবেক আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ৯১ বছর বয়সে মারা যাওয়ার পর শেখ নওফেলকে দেশের নতুন আমির নিযুক্ত করা হয়েছিল। কিন্তু মাত্র তিন বছর দায়িত্ব পালনের পর তিনি ইন্তেকাল করলেন।

২০২০ সালে আমির নিযুক্ত হওয়ার আগে শেখ নওফেল দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে ইরাকের সামরিক বাহিনী যখন কুয়েতে আগ্রাসন চালায় তখন তিনি দেশের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এছাড়া, তিনি কুয়েতের সরাষ্ট্রমন্ত্রী হিসেবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।