গাজায় ত্রাণ বাড়াতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস, অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান অ্যামনেস্টির
(last modified Sat, 23 Dec 2023 14:04:08 GMT )
ডিসেম্বর ২৩, ২০২৩ ২০:০৪ Asia/Dhaka

অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা যখন অব্যাহত রয়েছে তখন সেখানে যুৃদ্ধ বন্ধের আহ্বান না জানিয়ে মানবিক ত্রাণ সরবরাহ বাড়ানো সম্পর্কিত একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আমেরিকা এবং রাশিয়া এই প্রস্তাবের পক্ষে ভোটদান থেকে বিরত থেকেছে এবং বাকি ১৩ সদস্য দেশে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর পক্ষ থেকে গত সপ্তাহে প্রথম প্রস্তাবটি উত্থাপন করেছিল সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাব পাসের পর জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি লানা জাকি নুসেইবেহ এর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলেছেন, আরব আমিরাতের মাধ্যমে পেশ করা প্রস্তাবে গাজায় মানবিক সহায়তা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যাতে অবাধে মানবিক সাহায্য প্রবেশ করতে পারে তার জন্য একটি মানবিক সমন্বয়কারী নিয়োগের আহ্বান জানানো হয়েছে। গাজা উপত্যাকায় অবিলম্বে এবং স্থায়ী শত্রুতা বন্ধ করার জন্য একটি ধারা অন্তর্ভুক্ত করার জন্য রাশিয়ার অনুরোধে ভেটো দিয়েছে আমেরিকা। 

তবে প্রস্তাবটির ভাষাগত আপত্তির কথা তুলে আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেছেন, ‘আমরা জানি প্রস্তাবের ভাষাটা একদমই যথাযথ নয়। মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানানো থেকে আমরা কখনোই বিরত থাকব না।’ কারণ প্রথমে আরব আমিরাতের মাধ্যমে উ্ত্থাপিত প্রস্তাবে ‘অবিলম্বে যুদ্ধ বন্ধের’ আহ্বান জানানো হয়েছিল। তবে গত কয়েক দিনে আমেরিকার চাপের মুখে প্রস্তাবের ভাষায় বেশ কাটছাঁট করা হয়েছে। শেষ পর্যন্ত শুক্রবার পাস হওয়া প্রস্তাবে ‘যুদ্ধ বন্ধের আহ্বান’- কথাটি এড়িয়ে ‘লড়াই বন্ধে উপযুক্ত পরিস্থিতি তৈরি করার’ আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবের ভাষা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এতে ভোটদানে বিরত থেকেছে রাশিয়া। মস্কো বলেছে, প্রস্তাবে যুদ্ধবিরতির আহ্বান না থাকায় তারা এতে ভোট দেয়নি। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া প্রস্তাবের ভাষাকে ‘অতিরিক্ত নরম’ করার জন্য আমেরিকার তীব্র সমালোচনা করে বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলের হামলা অব্যাহত রাখতে আমেরিকা এই প্রস্তাবে তাদের প্রিয় কৌশল অবলম্বন করেছে। তিনি প্রস্তাবটিকে ‘নখদন্তহীন’ অভিহিত করে বলেন, এর মাধ্যমে গাজাবাসীর কোনো উপকার হবে না।

এদিকে নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরাইলের স্থায়ী প্রতিনিধি গিলাদ এরদান দাবি করেছেন যে গাজার জন্য সহায়তা বাড়ানোর বিষয়ে জাতিসংঘের উদ্যোগ এবং প্রচেষ্টা অপ্রয়োজনীয় এবং তা বাস্তবতা থেকে অনেক দূরে।

এছাড়া ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে জাতিসংঘের প্রস্তাবের নিন্দা জানিয়ে  বলেছে, ত্রাণ বাড়াতে পাস করা এই প্রস্তাব অবরুদ্ধ গাজাবাসীর প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। বিবৃতিতে হামাস প্রস্তাবটিকে ‘একটি অপর্যাপ্ত পদক্ষেপ’ উল্লেখ করে বলেছে, এতে গাজার ফিলিস্তিনি জনগণের উপর সন্ত্রাসী দখলদার বাহিনীর গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার আহ্বান জানানো হয়নি যা দুঃখজনক। 

অন্যদিকে এ প্রস্তাবের নিন্দা জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। তিনি বলেছেন, গাজায় সহায়তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘সমঝোতার প্রস্তাব’ পাস করেছে।  ফিলিস্তিনে ইসরাইলের হত্যাযজ্ঞ বন্ধে এটি ‘খুবই প্রয়োজনীয়’ ছিল। তবে এই সহায়তা প্রস্তাবকে ‘দুঃখজনকভাবে অপর্যাপ্ত’ বলেছেন তিনি। তিনি বলেন, ‘গাজাবাসী যে দুর্ভোগ পোহাচ্ছেন, আমরা সেটির প্রত্যক্ষদর্শী। তাঁদের যন্ত্রণা লাঘবের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন।’#

পার্সটুডে/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ