বন্দীদের মুক্তির দাবিতে ইসরাইলি সংসদ অভিমুখে মিছিল
https://parstoday.ir/bn/news/west_asia-i132678-বন্দীদের_মুক্তির_দাবিতে_ইসরাইলি_সংসদ_অভিমুখে_মিছিল
গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস এবং জিহাদ আন্দোলনের হাতে থাকা বন্দীদের মুক্তির দাবিতে ইহুদিবাদী ইসরাইলের হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৩ ২০:১১ Asia/Dhaka
  • বন্দীদের মুক্তির দাবিতে ইসরাইলি সংসদ অভিমুখে মিছিল

গাজার প্রতিরোধকামী সংগঠন হামাস এবং জিহাদ আন্দোলনের হাতে থাকা বন্দীদের মুক্তির দাবিতে ইহুদিবাদী ইসরাইলের হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে।

তবে এই মিছিলে প্রধানত অংশ নিয়েছে ইসরাইলের কিশোর কিশোরীরা। মিছিলে অংশ নিয়ে তারা এই মুহূর্তে সবাইকে ফেরত আনতে হবে বলে স্লোগান তোলে।

এসব কিশোর কিশোরী রোববার তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ার’ থেকে যাত্রা করেছিল এবং আজ আরো পরে জেরুজালেম শহরের নেসেটে পৌঁছাবে। নেসেটে পৌঁছে তারা গাজায় থাকা বন্দীদের ফিরিয়ে আনার জন্য একটি নতুন চুক্তি করার জন্য ইসরাইলের দখলদার সরকারের ওপর চাপ সৃষ্টি করবে। 

এর আগেও গাজায় থাকা বন্দীদের মুক্ত করার দাবিতে ইসরাইলের বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুধু তাই নয়, তিন চারদিন আগে ইসরাইলের সংসদের উন্মুক্ত অধিবেশনে যোগ দিয়ে বন্দিদের পরিবারের সদস্যরা একই দাবিতে ব্যাপক হইচই করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।