লোহিত সাগরে মার্কিন সামরিক উপস্থিতি প্রতিহত করব: ইয়েমেনের পার্লামেন্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i132838-লোহিত_সাগরে_মার্কিন_সামরিক_উপস্থিতি_প্রতিহত_করব_ইয়েমেনের_পার্লামেন্ট
লোহিত সাগরের পানিসীমায় আমেরিকা ও ব্রিটেনের যেকোনো সামরিক উপস্থিতি প্রতিহত করতে ইয়েমেনের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে দেশটির পার্লামেন্ট। ওই সাগরে মার্কিন সেনাদের হামলায় ইয়েমেনের ১০ নৌসেনা নিহত হওয়ার পর দেশটির পার্লামেন্ট এ প্রত্যয় জানাল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০২, ২০২৪ ১১:০৫ Asia/Dhaka
  • লোহিত সাগরে মার্কিন সামরিক উপস্থিতি প্রতিহত করব: ইয়েমেনের পার্লামেন্ট

লোহিত সাগরের পানিসীমায় আমেরিকা ও ব্রিটেনের যেকোনো সামরিক উপস্থিতি প্রতিহত করতে ইয়েমেনের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে দেশটির পার্লামেন্ট। ওই সাগরে মার্কিন সেনাদের হামলায় ইয়েমেনের ১০ নৌসেনা নিহত হওয়ার পর দেশটির পার্লামেন্ট এ প্রত্যয় জানাল।

ইয়েমেনের পার্লামেন্ট সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার প্রতি পৃষ্ঠপোষকতা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্বে সংঘাতের বিস্তার ঘটাতে চায়।

এর আগে রোববার লোহিত সাগরে মার্কিন ও ইয়েমেনি নৌবাহিনীর মধ্যে সংঘর্ষে তিনটি ইয়েমেনি গানবোট ডুবে যায় এবং ইয়েমেনের নৌবাহিনীর ১০ কর্মকর্তা নিহত হন। 

ইয়েমেন তাদের গান বোটের ওপর মার্কিন বাহিনীর হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। একইসঙ্গে তারা বলেছে, তাদের বিরুদ্ধে মার্কিন বাহিনীর হামলা অব্যাহত থাকলে লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হামলা বেড়ে যাবে।

আঞ্চলিক দেশগুলিও সতর্ক করে দিয়ে বলেছে, গাজা যুদ্ধ এখনই বন্ধ করা না গেলে মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানেও সংঘাত ছড়িয়ে পড়বে।

গত অক্টোবরের গোড়ার দিকে ইহুদিবাদী ইসরাইল গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করার পর থেকে লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী। ইসরাইলকে গাজাবাসীর ওপর আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য ইয়েমেন ওই পদক্ষেপ নিয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।