নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
জেনারেল সুলাইমানির মাজারে বোমা হামলার দায়িত্ব স্বীকার করলো দায়েশ
ইরানের কেরমান প্রদেশে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির মাজারের কাছে যে সন্ত্রাসী বোমা হামলা হয়েছে তার দায় স্বীকার করেছে উগ্র তাকফির সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। জেনারেল সুলাইমানি শাহাদাতের চতুর্থ বার্ষিকীতে সন্ত্রাসীদের ওই হামলায় অন্তত ৮৪ জন শহীদ এবং প্রায় দুইশ মানুষ আহত হয়েছেন।
টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ জানিয়েছে, তাদের দুই সদস্য বিস্ফোরক বাধা বেল্টের সাহায্যে জেনারেল কাসেম সোলাইমানির মাজারের কাছে বিস্ফোরণ ঘটায়।
এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছিল, জেনারেল সুলাইমানির মাজারের কাছে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। রিপোর্টে বলা হয়, আত্মঘাতী হামলাকারীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে এবং তার পরিচয় উদঘাটনের জন্য তদন্ত চলছে। একইভাবে দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে বলে ইরনা জানায়।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জেনারেল সুলাইমানি মাজারের কাছে বেসামরিক জনগণের ওপর পুরুষোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। হতাহতদের পরিবার পরিজন এবং ইরান সরকারের প্রতি সমবেদনা জানানো হয় ওই বিবৃতিতে।#
পার্সটুডে/এসআইবি/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।