ইহুদিবাদী হামলায় উচ্চহারে সাংবাদিক নিহত; চরম উদ্বিগ্ন জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i133132-ইহুদিবাদী_হামলায়_উচ্চহারে_সাংবাদিক_নিহত_চরম_উদ্বিগ্ন_জাতিসংঘ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনে উচ্চহারে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৪ ১৩:৫৭ Asia/Dhaka
  • ইহুদিবাদী হামলায় উচ্চহারে সাংবাদিক নিহত; চরম উদ্বিগ্ন জাতিসংঘ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান আগ্রাসনে উচ্চহারে সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

গাজার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলি সেনাদের হামলায় একদিনে দুই সাংবাদিক নিহত হওয়ার পর সোমবার জাতিসংঘ এই উদ্বেগ জানায় এবং হুঁশিয়ারি উচ্চারণ করে।

রোববার গাজার খান ইউনুস শহরে ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় আল-জাজিরার ব্যুরো প্রধান ওয়ায়েল আদ-দাহদুর ছেলে হামজা ওয়ায়েল আদ-দাহদু এবং মুস্তাফা সূরাইয়া নামে দুই সাংবাদিক নিহত হন।

হামজা এবং একদল সাংবাদিক রাফা শহরের উত্তর-পূর্বাঞ্চলের দিকে যাওয়ার সময় ইসরাইলের বোমা হামলার শিকার হন। অথচ ওই অঞ্চলকে ‘মানবিক জোন’ বলে ঘোষণা করেছে ইসরাইল।

এসব হত্যাকাণ্ড সম্পর্কে জাতিসংঘ মানবাধিকার দপ্তর গতকাল সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছে, গাজায় গণমাধ্যম কর্মীদের এই উচ্চহারে মৃত্যুর জন্য তারা খুবই উদ্বিগ্ন। সংস্থাটি আরো বলেছে, গাজায় যত সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে এবং যারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।

জাতিসংঘ মানবাধিকার সংস্থা আরো বলেছে, “আমরা বারবার সাংবাদিকতার পেশার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে যাতে তারা স্বাধীন ও নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করতে পারেন।”

এর আগে আমেরিকা-ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা ডিসেম্বরের শেষ দিকে বলেছিল, ইসরাইলি আগ্রাসনের কারণে সাংবাদিকদের জন্য গাজায় চরম বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।