জানুয়ারি ১৩, ২০২৪ ১৯:১৭ Asia/Dhaka
  • মার্কিন নৌযান ও যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালাবে ইয়েমেন

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ঘোষণা করেছে যে, তারা মার্কিন আগ্রাসনের জবাবে বহুমুখী প্রতিশোধ নেবে এবং লোহিত সাগরে আমেরিকার নৌযান ও যুদ্ধজাহাজে হামলা চালাবে।

গতকাল (শুক্রবার) আনসারুল্লাহ আন্দোলনের তথ্য বিভাগের প্রধান নাসির উদ্দিন আমের এ ঘোষণা দেন। তিনি বলেন, ইয়েমেনের বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে আমেরিকা এবং ব্রিটেন যে হামলা চালিয়েছে তা সফল হয়নি। এই আগ্রাসনের মাধ্যমে আমেরিকা তাদের লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, "আমরা আমাদের শক্তি ও বাহিনীকে সম্পূর্ণরূপে সংরক্ষণ করেছি এবং ইসরাইলি ও মার্কিন জাহাজকে লক্ষ্যবস্তু করার ক্ষমতা আমাদের আছে।" তিনি ইয়েমেনের পক্ষ থেকে আবারো জোর দিয়ে বলেন, “লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচল সম্পূর্ণভাবে নিরাপদ এবং তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে না। তবে আমরা মার্কিন আগ্রাসনের জবাবে জল ও স্থল থেকে মার্কিন নৌযান ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করব।”

আনসারুল্লাহর এ কর্মকর্তা জোরালো ভাষায় বলেন, ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষার জন্যই আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালানোর চেষ্টা করেছে তবে এই আগ্রাসনে ইয়ামেনের সামরিক বাহিনী মোটেই বিস্মিত হয়নি।

এদিকে, ইরানে নিযুক্ত ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম আল দাইলামিও বলেছেন, মার্কিন হামলায় ইয়েমেনের সামরিক বাহিনী মোটেই হতচকিত হয়ে পড়েনি কারণ তারা গত কিছুদিন ধরেই লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে লড়াই করে আসছিল। তিনি বলেন, আমেরিকানরাই লোহিত সাগরে বোকামিপূর্ণ যুদ্ধ শুরু করে জাহাজ চলাচলের নিরাপত্তা বিপদাপন্ন করে তুলছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ