বেসামরিক লোকজন হতাহত
সিরিয়ার হোমসে আবারো ইসরাইলি বিমান হামলা: নিহত ৫
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে ইহুদিবাদী ইসরাইল নতুন করে বিমান হামলা চালিয়েছে এবং এতে অন্তত পাঁচ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, নিহতদের মধ্যে দুইজন বেসামরিক নারী-পুরুষ এবং একটি শিশু রয়েছে। হামলায় সাতজন আহত হয়েছেন। সিরিয়ান অবজারভেটরি বলছে, হোমস শহরের ‘হামরা’ এলাকায় ইসরাইলি বিমান থেকে ওই হামলা চালানো হয়।
সংস্থাটি আরো বলেছে, ইসরাইলি হামলায় যে দুই সামরিক ব্যক্তি মারা গেছেন তাদের পরিচয় জানা যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী সেনারা গতরাত সাড়ে বারোটার সময় বিমান হামলা চালায়। তারা বিমান থেকে হোমস শহরের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
ইহুদিবাদীদের ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে সরকারি এবং বেসরকারি ভবন ও সম্পত্তির ক্ষতি হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদীদের হামলায় হোসম শহরে অজ্ঞাত সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।