তেল আবিব থেকে আর্জেন্টিনার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্ত
দূতাবাস স্থানান্তর: আর্জেন্টিনার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল ওআইসি
আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেয়ি তার দেশের দূতাবাস তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেম আল-কুদসে স্থানান্তরের যে পরিকল্পনা ঘোষণা করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।
এটি বলেছে, আর্জেন্টিনার এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৭৮ নম্বর প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন। ওই প্রস্তাবে জেরুজালেমে অবস্থিত কূটনৈতিক মিশনগুলোকে এই পবিত্র নগরী থেকে অন্য কোথাও সরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট গত মঙ্গলবার তেল আবিব সফরে গিয়ে তার দেশের দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট এমন সময় গাজা যুদ্ধের মধ্যে ইসরাইল সফরে এসে এই সিদ্ধান্ত জানালেন যখন ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশ গাজায় ইসরাইলি গণহত্যার বিরোধিতা করে এ সংকট থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে।
ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম আল-কুদস দখল করে নেয়। বর্তমানে আন্তর্জাতিক আইনে এটি অধিকৃত ভূখণ্ড হিসেবে চিহ্নিত। ওআইসি আর্জেন্টিনাকে তার সিদ্ধান্ত পরিবর্তন করে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত বাস্তবায়ন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। এটি আরো বলেছে, ফিলিস্তিনি জনগণের দখলীকৃত ভূখণ্ডে তাদের অনুমতি ছাড়া এরকম কাজ হবে এই জনগোষ্ঠীর অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
ওআইসির আগে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আর্জেন্টিনার প্রেসিডেন্টের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছিল।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে অধিকৃত জেরুজালেম আল-কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি তেল আবিব থেকে ওই শহরে আমেরিকার দূতাবাস স্থানান্তর করেন। মার্কিন সরকারকে অনুসরণ করে আরো দু’একটি দেশ এ পর্যন্ত তাদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়েছে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ৯