ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জবাব দিল হিজবুল্লাহ যোদ্ধারা
https://parstoday.ir/bn/news/west_asia-i134560-ব্যাপকভাবে_ক্ষেপণাস্ত্র_ছুঁড়ে_জবাব_দিল_হিজবুল্লাহ_যোদ্ধারা
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ব্যাপকভাবে দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসনে অন্তত ১৫ ব্যক্তি শহীদ হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৫:৩৬ Asia/Dhaka

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ব্যাপকভাবে দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসনে অন্তত ১৫ ব্যক্তি শহীদ হওয়ার পর হিজবুল্লাহর পক্ষ থেকে জবাব হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে এবং সাওয়ানে অঞ্চলে ইহুদিবাদীরা যে গণহত্যা চালিয়েছে তার প্রাথমিক জবাবে অধিকৃত ভূখণ্ডের কাইরাত শামোনা শহরে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।

ইসরাইল দক্ষিণ লেবাননে আগ্রাসন চালানোর পর হিজবুল্লাহ বলেছিল, ইহুদিবাদীদের এই অপরাধযজ্ঞের জন্য মূল্য দিতে হবে। এরপরই লেবানন থেকে ইসরাইলের ভেতরে রকেট হামলা চালানো হয়।

ইসরাইলি হামলায় দক্ষিণ লেবাননের একই পরিবারের যে ১৫ জন শহীদ হয়েছেন তার মধ্যে পাঁচটি শিশু রয়েছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে ইহুদিবাদী ইসরাইলের সংঘাত শুরুর পর এটিই ছিল লেবাননের ওপর ইসরাইলের সবচেয়ে বড় আগ্রাসনের ঘটনা। গাজা সংঘাতে কার্যত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা শুরু থেকেই জড়িয়ে পড়েছে। তারা বারবারই বলছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ ইসরাইলের ভেতরে হামলা চালানো বন্ধ করবে না।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৬