সিরিয়ায় দখলদার মার্কিন সেনাদের ঘাঁটিতে আবারো ক্ষেপণাস্ত্র হামলা
(last modified Fri, 16 Feb 2024 11:13:14 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ১৭:১৩ Asia/Dhaka
  • সিরিয়ায় দখলদার মার্কিন সেনাদের ঘাঁটিতে আবারো ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি তাদের মিত্র গেরিলারা অবস্থান করছিল। 

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসনের প্রতি মার্কিন সরকারের অকুণ্ঠ সমর্থনের বিরুদ্ধে যখন মধ্যপ্রাচ্যে জনমত প্রচণ্ডভাবে ফুঁসে উঠেছে তখন এই হামলা হলো।  

স্থানীয় সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের আরবি বিভাগ জানিয়েছে, দেইরা আজ-জাওয়ার প্রদেশের ইরাক সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। খবরে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আল-ওমর তেলক্ষেত্রের কাছে দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।

সূত্রগুলো জানিয়েছে প্রতিবেশী ইরাক থেকে বিভিন্ন সামরিক রসদ নিয়ে গত কয়েকদিনে বেশ কিছু ট্রাক ওই ঘাঁটিতে পৌঁছায়। এর পর পরই সেখানে হামলা হয়। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট সাধারণত এ ধরনের হামলার দায়িত্ব স্বীকার করে থাকে।

গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সরকার ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। এর প্রতিবাদে এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো আমেরিকার বিভিন্ন অবস্থানে হামলা চালাচ্ছে।#

 

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ