ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০৯:৪৭ Asia/Dhaka
  • দখলদার সেনারা গাজা ত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে: আবু উবায়দা

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে শুরু করা ‘আল-আকসা তুফান অভিযান’ গোটা মধ্যপ্রাচ্যের দৃশ্যপট পাল্টে দিয়েছে। এই অভিযান আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ দখলদারিত্ব অবসানের সূচনা করেছে বলেও হামাস মন্তব্য করেছে।

হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা শুক্রবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, এ লড়াই বন্ধ হবে না বরং আগ্রাসন ও নিপীড়নের অবসান ঘটাতে লড়াই আরো বেগবান হবে।

আবু উবায়দা বলেন, ইহুদিবাদী বাহিনীর হামলায় হামাসের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এর মাধ্যমে তিনি তাদের হাতে আটক ইসরাইল পণবন্দিদের হতাহত হওয়ার কথা বুঝিয়েছেন। কাসসাম ব্রিগেডের মুখপাত্র বলেন, যেসব পণবন্দি জীবিত রয়েছে তারা চরম কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে আছে।

হামাসের এই সামরিক মুখপাত্র বলেন, “আমাদের যোদ্ধারা ইহুদিবাদী শত্রুর ভয়াবহ ক্ষয়ক্ষতি করেছে। আমরা হামলার যেসব দৃশ্য প্রচার করি তা মূল যুদ্ধের অংশবিশেষ মাত্র। নিরাপত্তাগত কারণ বা যুদ্ধের ময়দানের জটিল পরিস্থিতির কারণে আমরা কিছু অভিযানের দৃশ্য প্রচার করি না।”

আবু উবায়দা বলেন, “আমাদের যোদ্ধারা গাজার সকল ফ্রন্টে দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এসব লড়াই হচ্ছে। ইহুদিবাদী শত্রুরা গাজা উপত্যকা ত্যাগ না করা পর্যন্ত আমাদের এ প্রতিরোধ অব্যাহত থাকবে।”

গত বছরের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর প্রায় নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং দিতে আবু উবায়দা। তবে এবার তিনি এক মাস পর অডিও বার্তা প্রকাশ করলেন। তার সর্বশেষ অডিও বার্তা প্রকাশিত হয়েছিল গত ১৪ জানুয়ারি। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭

ট্যাগ