ইসরাইলের অ্যাশদদ শহরের কাছে গুলিবর্ষণ: ৩ ইহুদিবাদী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i134586-ইসরাইলের_অ্যাশদদ_শহরের_কাছে_গুলিবর্ষণ_৩_ইহুদিবাদী_নিহত
গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইসরাইলের অভ্যন্তরে সশস্ত্র হামলা অব্যাহত রয়েছে। গতকাল (শুক্রবার) ইসরাইলের অ্যাশদোদ শহরের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় তিন ইহুদিবাদী নিহত ও অপর তিনজন আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ০৯:৫২ Asia/Dhaka
  • ইসরাইলের অ্যাশদদ শহরের কাছে গুলিবর্ষণ: ৩ ইহুদিবাদী নিহত

গাজা উপত্যকায় ইহুদিবাদী সেনাদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইসরাইলের অভ্যন্তরে সশস্ত্র হামলা অব্যাহত রয়েছে। গতকাল (শুক্রবার) ইসরাইলের অ্যাশদোদ শহরের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় তিন ইহুদিবাদী নিহত ও অপর তিনজন আহত হয়েছে।

অ্যাশদোদের নিকটবর্তী কিরিয়াত মালাখি শহরের একটি বাস স্টপেজে শুক্রবার এক ব্যক্তি গুলিবর্ষণ করলে ওই তিন ইসরাইলি অভিবাসী নিহত হয়। বাস স্টপেজটি ইসরাইলি গণহত্যার শিকার গাজা উপত্যকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত।

হামলার পর ছয় ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ কাপ্লান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিন জনের মৃত্যু হয় বলে ইসরাইলি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে।  তবে অপর এক খবরে তিনজন নয় বরং দুই জন ইহুদিবাদীর নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছে।

ইসরাইলি পুলিশ বলেছে, একজন সশস্ত্র ইহুদিবাদী ঘটনাস্থলেই হামলাকারী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে।

গাজা উপত্যকায় চার মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি সেনাদের গণহত্যা অভিযান চলার একই সময়ে ইসরাইলের অভ্যন্তরে এই হামলা হলো। দখলদার সেনারা বর্তমানে গাজার সর্বদক্ষিণ শহর রাফায় আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছে।

এতদিন গাজার অন্যান্য স্থানে ইসরাইলি সেনাদের হামলা থেকে বাঁচতে তেল আবিবের নির্দেশনা মেনে প্রায় ১৪ লাখ গাজাবাসী রাফা শহরে আশ্রয় নিয়েছেন। ওই শহরে স্থল অভিযান শুরু করার ব্যাপারে ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক আমেরিকাসহ বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ তেল আবিবকে সতর্ক করে দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১৭