ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i135074-ইসরাইলের_বিরুদ্ধে_নিন্দা_প্রস্তাবে_ভেটো_দিল_আমেরিকা
অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০১, ২০২৪ ১৯:১৭ Asia/Dhaka
  • ইসরাইলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে ভেটো দিল আমেরিকা

অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল ত্রাণের জন্য অপেক্ষমান ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি নিন্দা প্রস্তাব আটকে দিয়েছে আমেরিকা।

গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে তোলা এই প্রস্তাবের খসড়া তৈরি করেছিল আলজেরিয়া এবং নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য দেশ তাতে সমর্থন দেয়। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড সাংবাদিকদের বলেন, “আসলে গাজা উপত্যকায় বৃহস্পতিবার কী ঘটেছে সে সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই, এটাই হয়েছে সমস্যা।” ঘটনা সম্পর্কে পুরো তথ্য না থাকার অজুহাতকে তিনি নিন্দা প্রস্তাবে ভেটো দেয়ার কারণ বলে দাবি করেন।

এর আগেও মার্কিন প্রতিনিধিরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বেশ কয়েকটি যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছেন। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমেরিকা বলছে, এখনই যুদ্ধবিরতি করলে তা হামাসের জন্য উপকার বয়ে আনবে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।