সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত
(last modified Sat, 02 Mar 2024 03:29:23 GMT )
মার্চ ০২, ২০২৪ ০৯:২৯ Asia/Dhaka
  • সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত

সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ইরানের একজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার কর্মকর্তা রেজা জারেয়ি গতকাল (শুক্রবার) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বানিয়াস বন্দরে ইসরাইলি বিমান হামলার শিকার হন।  

আইআরজিসি’র নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জারেয়ির সঙ্গে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহরও দুই সদস্য শহীদ হয়েছেন। বিবৃতিতে আর কোনো তথ্য জানানো হয়নি।

ইসরাইল প্রায়ই সিরিয়ার অভ্যন্তরে প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে বিমান হামলা চালায়। বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছেন প্রতিরোধ যোদ্ধারা। ইরানের সামরিক উপদেষ্টারাও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করে যাচ্ছেন।

২০১১ সাল থেকে সিরিয়ার নির্বাচিত বাশার আল-আসাদ সরকারকে সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতা দিয়ে যাচ্ছে ইরান। গত জানুয়ারি মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে এক ইসরাইলি বিমান হামলায় ইরানের পাঁচ সামরিক উপদেষ্টা ও সিরিয়ার কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন। দামেস্কের কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত মেজ্জা এলাকার একটি তিন-তলা বাড়িতে ড্রোন ব্যবহার করে ওই হামলা চালিয়েছিল তেল আবিব।#

 পার্সটুডে/এমএমআই/জিএআর./ ২

ট্যাগ