পদত্যাগ করেছে সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি, সঙ্গে আছে আরো ৪ অফিসার
(last modified Mon, 04 Mar 2024 13:40:49 GMT )
মার্চ ০৪, ২০২৪ ১৯:৪০ Asia/Dhaka
  • পদত্যাগ করেছে সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি, সঙ্গে আছে আরো ৪ অফিসার

ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ইউনিটের উচ্চ পর্যায়ের অন্তত চার কর্মকর্তা পদত্যাগ করেছে। যখন গাজায় দখলদার বাহিনী অনেকটা বিপর্যস্ত অবস্থায় রয়েছে তখন এই পদত্যাগের ঘটনা ঘটলো।

ইসরাইলের চ্যানেল ফোরটিন গতকাল (সোমবার) জানিয়েছে, সামরিক বাহিনীর মুখপাত্র টিমের প্রধান রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি পদত্যাগ করেছেন। এছাড়া পদত্যাগ করেছেন মুখপাত্র টিমের অন্যতম কর্মকর্তা কর্নেল বুটবুল, কর্নেল মোরান কাৎজ এবং ইসরাইলি সামরিক বাহিনীর আন্তর্জাতিক বিষয়ক মুখপাত্র লেফটেন্যান্ট রিচার্ড হেক্ট।

চ্যানেল ফোরটিনের রিপোর্টে বলা হয়েছে, অপারেশনাল এবং ব্যক্তিগত বিষয়ে কর্মকর্তাদের প্রতিবাদের কারণে গণ পদত্যাগের এই ঘটনা ঘটেছে। 

যুদ্ধের সময় "অস্বাভাবিক" এই পদত্যাগের ঘটনাকে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ইউনিটের মধ্যকার বিশৃঙ্খল অবস্থার প্রতিফলন বলে উল্লেখ করেছে চ্যানেল ফোরটিন।

সম্প্রতি, ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট স্বীকার করেছেন যে, গাজায় যুদ্ধ চালাতে গিয়ে তাদের সেনাবাহিনীকে "খুবই উচ্চ মূল্য দিতে হচ্ছে"।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।