যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সকল প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে ইসরাইল: হামাস
https://parstoday.ir/bn/news/west_asia-i135336-যুদ্ধবিরতি_প্রতিষ্ঠার_সকল_প্রচেষ্টা_নস্যাত_করে_দিয়েছে_ইসরাইল_হামাস
ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সকল প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল (বৃহস্পতিবার) কায়রোয় কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের প্রতিনিধিদলের আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর এ অভিযোগ করেছে সংগঠনটি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৮, ২০২৪ ১৪:৫০ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সকল প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে ইসরাইল: হামাস

ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সকল প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল (বৃহস্পতিবার) কায়রোয় কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের প্রতিনিধিদলের আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর এ অভিযোগ করেছে সংগঠনটি।

হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, ইসরাইল গাজায় গণহত্যা বন্ধ করতে, মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে এবং বাস্তুচ্যুত গাজাবাসীকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছে।

তবে কায়রো আলোচনায় অংশগ্রহণকারী হামাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, “আমরা [ইসরাইলি] শত্রুর চূড়ান্ত প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি।” তিনি বলেন, “স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার ন্যুনতম দাবি মেনে নেয়ার মানসিকতা এখন পর্যন্ত তেল আবিব দেখায়নি। আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা ছাড় দিতে প্রস্তুত নই।”

গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় হামাস এই উপত্যকা থেকে সব দখলদার সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়িতে ফিরতে দেয়া, অবাধ ত্রাণের প্রবেশ এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু করার শর্ত দিয়েছে।

হামাসের আরেক নেতা মাহমুদ মারদাওয়ি বলেছেন, যুদ্ধবিরতির আলোচনার ভাগ্য এখন ইসরাইলের প্রধান সহযোগী আমেরিকার ওপর নির্ভর করছে। মার্কিন সরকার চাইলে পবিত্র রমজান মাস শুরুর আগেই একটি যুদ্ধবিরতিতে পৌঁছা সম্ভব হবে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।