গাজার শিশুরা ক্ষুধার্ত পেটে ঘুমাতে যায়, তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে
https://parstoday.ir/bn/news/west_asia-i136072-গাজার_শিশুরা_ক্ষুধার্ত_পেটে_ঘুমাতে_যায়_তাদের_ভবিষ্যৎ_নষ্ট_করা_হচ্ছে
বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ একেবারে দ্বার প্রান্তে রয়েছে। সেখানকার শিশুরা ক্ষুধার্ত পেটে ঘুমাতে যায় এবং তাদের ভবিষ্যৎ প্রকৃতপক্ষে নষ্ট করা হচ্ছে। ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা সৃষ্টি অব্যাহত রেখেছে তখন বিশ্ব খাদ্য কর্মসূচি এই বিবৃতি দিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০২৪ ১৪:১৪ Asia/Dhaka
  • গাজার শিশুরা ক্ষুধার্ত পেটে ঘুমাতে যায়, তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে

বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ একেবারে দ্বার প্রান্তে রয়েছে। সেখানকার শিশুরা ক্ষুধার্ত পেটে ঘুমাতে যায় এবং তাদের ভবিষ্যৎ প্রকৃতপক্ষে নষ্ট করা হচ্ছে। ইহুদিবাদী ইসরাইল যখন গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা সৃষ্টি অব্যাহত রেখেছে তখন বিশ্ব খাদ্য কর্মসূচি এই বিবৃতি দিল।

বিশ্ব খাদ্য কর্মসূচির ফিলিস্তিন কান্ট্রি ডিরেক্টর ম্যাথু হলিংওয়ার্থ এক ভিডিও বার্তায় বলেন, অবরুদ্ধ গাজার শিশুরা ক্ষুধার্ত পেটে ঘুমাতে যায়। সেখানকার শিশুরা মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে। দুই বছরের কম বয়সী প্রতি তিনজনের মধ্যে একটি শিশু এখন তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে বা "নষ্ট"।

হলিংওয়ার্থ বলেন, “পৃথিবীতে আর কোথাও নেই যেখানে এত মানুষ আসন্ন দুর্ভিক্ষের সম্মুখীন। এখানে গাজা সিটিতে, আমরা সঙ্কটের কেন্দ্রস্থলে আছি। আজ আমি এমন অনেক লোকের সাথে দেখা করেছি যারা ক্ষুব্ধ, ক্লান্ত এবং হতাশাগ্রস্ত কারণ তাদের শিশুরা প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়।”

তিনি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বছরের শুরু থেকে গাজার উত্তরাঞ্চলে খাদ্যসহ ১১টি ত্রাণবহর পাঠাতে পেরেছে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।