সুইডেন ইসরাইলের সমর্থনে ফিলিস্তিন সমর্থকদের বিচার করছে
https://parstoday.ir/bn/news/west_asia-i136086-সুইডেন_ইসরাইলের_সমর্থনে_ফিলিস্তিন_সমর্থকদের_বিচার_করছে
গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতিবাদ করায় সুইডিশ সরকার কিছু লোকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০২৪ ১৬:৩৪ Asia/Dhaka
  • সুইডেন ইসরাইলের সমর্থনে ফিলিস্তিন সমর্থকদের বিচার করছে

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের প্রতিবাদ করায় সুইডিশ সরকার কিছু লোকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে।

এছাড়াও ১৪ ফেব্রুয়ারি সুইডিশ পার্লামেন্ট অধিবেশন চলাকালে ফিলিস্তিনের সমর্থকরা, সেদেশের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম এর বক্তৃতায় বাধা দেয়। স্টকহোম সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক এজেন্ডা প্রবর্তনের দাবিতে এবং ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দেয়। একইসঙ্গে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায়  ইহুদিবাদী ইসরাইলের আগ্রসনকে 'গণহত্যা' হিসেবে ঘোষণা দেয়।

আনাতোলিয়া বার্তা সংস্থা আরও জানিয়েছে ওই বক্তৃতা দেওয়ার সময় বিলস্ট্রম হামাসের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের 'আত্মরক্ষার' কথিত অধিকারকে সমর্থন করেছিল।

একই সময়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের একজন তার বক্তৃতায় বাধা দিয়ে চিৎকার করে বলে উঠেছিল: ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। তুমি কীভাবে তা সমর্থন করো?

ওই বৈঠকে গোলযোগের ভেতর বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে: সবাই দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে গাজায় শিশুরা কীভাবে মারা যাচ্ছে।

নিরাপত্তা কর্মীরা ওই বিক্ষোভকারীদের অধিবেশন থেকে সরিয়ে নিয়ে তাদের বিচারিক প্রশাসনের কাজে বিঘ্ন সৃষ্টির দায়ে অভিযুক্ত করে। তাদের একজন এখনও পুলিশি হেফাজতে রয়েছে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুইডেন বহু বছর আগে ফিলিস্তিনকে সমর্থনকারী একটি দেশ হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। এমনকি ২০১৪ সালে সুইডেনই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে সবার আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু ওই ঘটনার এক দশক পর সুইডেন ইহুদিবাদী ইসরাইলের চরম সমর্থক হয়ে উঠেছে। বর্তমান মার্কিন সরকার ক্ষমতাসীন হওয়ার পর সুইডেনের নীতিতে ওই পরিবর্তন আসে।

গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের অবরোধ কঠোর হওয়ায় এবং আকাশ, সমুদ্র ও স্থল অভিযান তীব্রতর হওয়ায় ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে। এদের বেশিরভাগই শিশু এবং মহিলা। একইভাবে আরও অন্তত ৭৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।