নেতানিয়াহুকে ইসরাইলের জন্য বাস্তব হুমকি বললেন বিরোধী নেতা লাপিদ
(last modified Tue, 16 Apr 2024 08:49:52 GMT )
এপ্রিল ১৬, ২০২৪ ১৪:৪৯ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী প্রশাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও গালমন্দ করেছেন। শনিবার দিবাগত রাতে ইরান থেকে ইসরাইলের ওপর ওই প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

সামাজিক মাধ্যম এক্স পেইজে গতকাল (সোমবার) দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানি হামলায় ইসরাইলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায় নেতানিয়াহুর মন্ত্রিসভার ওপর বর্তায়।

এক্স পেইজে দেয়া অন্য এক পোস্টে লাপিদ ইসরাইলি মন্ত্রীদের প্রতি পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে ইরানকে হুমকি দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। 

গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রতিশোধমূলক হামলা চালায়। হামলার পর ইরান বলে রেখেছে, ইসরাইল যদি কোনো রকমের পাল্টা হামলা চালানোর চেষ্টা করে তাহলে পরিণতি হবে ভয়াবহ।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ